নয়াদিল্লি: কাল থেকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট (IND vs AUS 2nd Test) খেলতে নামছে ভারতীয় দল। সিরিজে প্রথম টেস্ট জিতে ১-০ এগিয়ে রয়েছে টিম ইন্ডিয়া। দ্বিতীয় টেস্ট জিতে লিড দ্বিগুণ করার হাতছানি টিম ইন্ডিয়ার (Team India) সামনে। ম্যাচের আগে ভারত, অস্ট্রেলিয়া, দুই দলই অনুশীলনে ঘাম ঝরাচ্ছেন। ম্যাচে বিরাট কোহলির (Virat Kohli) দিকে তো নজর থাকবেই। তবে মাঠের বাইরেও কিন্তু নজর কাড়লেন কোহলি।


বিরাটের গাড়ি


বিরাট কোহলির গাড়িপ্রীতি নতুন কিছু নয়। বিরাটের কাছে একাধিক দামি দামি বিলাসবহুল গাড়ি রয়েছে। এমনই কালো রঙের এক বিলাসবহুল গাড়ি করে অনুশীলনের পর মাঠ ছাডতে দেখা যায় বিরাটকে। তাঁর গাড়ির আশাপাশে সমর্থকরাও উপস্থিত ছিলেন বটে। তবে ছবি তোলার হিড়িক খুব একটা দেখা যায়নি। বিরাটের এই বিলাসবহুল গাড়ি চেপে মাঠ ছাড়ার ভিডিওটা কিন্তু সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়েছে। 


 






প্রসঙ্গত, ভারতের প্রাক্তন অধিনায়ক বর্তমানে মুম্বইয়ে থাকেন বটে, তবে তিনি আদপে দিল্লিরই বাসিন্দা। বিরাটের পরিবার পরিজনরা সিংহভাগই দিল্লিতে থাকেন। তাই দ্বিতীয় টেস্টের আগে ভারতীয় দলের সঙ্গে টিম হোটেল নয়, বিরাট কোহলি কিন্তু নিজের পরিবার পরিজনের সঙ্গে সময় কাটানোর উদ্দেশে গুরুগ্রামে নিজের বাড়ি থেকেই যাতায়াত করছেন। 


হোটেল বদল


নয়াদিল্লির টেস্ট ম্যাচ জিতলেই বর্ডার-গাওস্কর ট্রফি (Border-Gavaskar Trophy) ভারতের কাছেই থাকা নিশ্চিত। তবে এই টেস্টের আগে ঠিকানা বদলে বাধ্য হল ভারতীয় দল। জি-২০ সম্মেলন ও বিয়ের মরসুমই টিম ইন্ডিয়ার বাঁধা হয়ে দাঁড়াল।  নয়াদিল্লিতে ম্যাচ থাকলে ভারতীয় দল সাধারণত তাজ প্যালেসেই থাকে। তবে এবার জি-২০ সম্মেলন ও বিয়ের মরসুমের জন্য পাঁচতারা হোটেলে ঘরের চাহিদা আকাশছোঁয়া। তাই বাধ্য হয়েই ঠিকানাবদল করতে হল টিম ইন্ডিয়াকে।


খবর অনুযায়ী বর্তমানে হোটেল লীলায় রয়েছেন রোহিত শর্মা, রাহুল দ্রাবিড়রা। এক সূত্র এএনআইকে জানান, 'ভারতীয় দল বর্তমানে দিল্লির অন্য এক হোটেলে থাকছে, যেটি দিল্লির সম্পূর্ণ এক ভিন্ন প্রান্তে। এই হোটেলটি কাড়কাড়দুমায় অবস্থিত। জি-২০ সম্মেলনের পাশাপাশি বর্তমানে বিয়ের মরসুম চলায় আইটিসি মৌর্য বা তাজে থাকার জন্য ঘর পাইনি আমরা।'


আরও পড়ুন: টেস্টে ভারতকে বিশ্বচ্যাম্পিয়ন করতে চান, স্বপ্নের কথা জানালেন তারকা ক্রিকেটার