কলকাতা: কেকেআর অনুশীলনে ছক্কার ঝড় তুললেন তারকা ওয়েস্ট ইন্ডিজ অলরাউন্ডার আন্দ্রে রাসেল (Andre Russell)। বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নিশিপে ভারতের সামনে চার স্বর্ণপদক জয়ের হাতছানি। এক নজরে খেলার সারাদিনের সব খবর।
অনুশীলনে রাসেল ঝড়
বৃহস্পতিবার তিনি যতক্ষণ মাঠে ছিলেন, গ্যালারিতে হৈচৈ। তিনি মাঠ ছেড়ে ড্রেসিংরুমে ঢুকে যেতেই গ্যালারির ভিড় অনেকটাই ফাঁকা হয়ে গেল। তিনি আন্দ্রে রাসেল। যিনি নিজেকে নিজেই কিংবদন্তি বলে দিলেন। সঙ্গে জানিয়ে দিলেন, প্র্যাক্টিসের ফর্ম ম্যাচে দেখাতে বদ্ধপরিকর তিনি। রবিবার ভোররাতে কলকাতায় এসে নাইট শিবিরে যোগ দেন আন্দ্রে রাসেল। মঙ্গলবার থেকে তিনি প্র্যাক্টিসে নেমে পড়েন। তবে বৃষ্টির জন্য সেদিন ইডেন গার্ডেন্সের ইন্ডোরে প্রস্তুতি সারতে হয়। বুধবার থেকে ইডেন গার্ডেন্সের মাঠে নেমে পড়েছেন রাসেল। নেটে বিধ্বংসী ব্যাটিং করেছিলেন। বৃহস্পতিবারও সেই একই ছবি। নেটে একের পর এক চার-ছক্কা মেরে গেলেন।
নেটে ব্যাটিং সেরে তিনি তখন ক্লাব হাউসের সামনে প্যাড-থাই প্যাড খুলছিলেন। সমর্থকরা চিৎকার করে উঠলেন, 'রাসেল... রাসেল... ওয়ান ফটো প্লিজ।' শুনেই ক্যারিবিয়ান তারকার মুখে হাসি। এগিয়ে এলেন সমর্থকদের দিকে। বললেন, 'টেক সেলফি'। বেশ কয়েকদিন বিশ্রামের পর নেটে ব্যাটিং করে কীরকম অনুভূতি? এবিপি লাইভের প্রশ্নে রাসেল বললেন, 'খুব ভাল লাগছে। ব্যাটে-বলে দারুণ টাইমিং হচ্ছিল। আশা করছি ম্যাচেও এরকম ব্যাটিং করতে পারব।' যোগ করলেন, 'শুধু চাই সমর্থকরা এভাবেই পাশে থাক
বক্সিং চ্যাম্পিয়নশিপে ভারতের দাপট
চার ভারতীয় বক্সার বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপের (Women's World Boxing Championships) সেমিফাইনালে পৌঁছে আগেই ভারতের হয়ে চার পদক সুনিশ্চিত করে ফেলেছিলেন। চার বক্সারই দুরন্তভাবে সেমিফাইনালে নিজেদের ম্যাচ জিতে ফাইনালে জায়গা পাকা করে ফেললেন। নিজেদের বিভাগে নীতু ঘনঘাস (Nitu Ghanghas), নিখাত জারিন (Nikhat Zareen), লভলিনা বড়গোঁহাই (Lovlina Borgohain) ও স্বাতী বোড়া সকলেই নিজেদের সেমিফাইনাল ম্যাচ জিতে ফাইনালে পৌঁছে গেলেন। ভারতের সামনে চার চারটি সোনা জয়ের হাতছানি।
চাকরি যাচ্ছে কনস্ট্যান্টাইনের
দিন কয়েক আগেই এটিকে মোহনবাগানের খেতাব জয়ের মাধ্য়মে আইএসএল (ISL) মরসুম শেষ হয়েছে। তবে একদিকে যেখানে এক কলকাতার ক্লাব খেতাব, জিতেছে, সেখানে আরেক ক্লাব ইস্টবেঙ্গলের (East Bengal) পারফরম্যান্স বেশ হতাশাজনকই বটে। ২০টির মধ্যে মাত্র ছয়টি ম্যাচ জিতে লিগ তালিকায় নয় নম্বরে শেষ করেছে লাল হলুদ। আইএসএলে ব্যর্থতার খেসারত দিতে হচ্ছে স্টিফেন কনস্ট্যান্টাইনকে (Stephen Constantine)। খবর অনুযায়ী, চাকরি হারাচ্ছেন লাল হলুদ কোচ।
বৃহস্পতিবার ইস্টবেঙ্গলের বোর্ড মিটিংয়ের পরেই কোচ বদলের এই সিদ্ধান্তের কথা জানালেন লগ্নিকারী সংস্থার কর্তা। কনস্ট্যান্টাইনের বদলে কে হবেন পরবর্তী লাল হলুদ কোচ? শোনা যাচ্ছে নতুন কোচ হওয়ার দৌড়ে এগিয়ে স্প্যানিয়ার্ড জোসেপ গোম্বাউ (Josep Gombau)। তিনি সদ্য সমাপ্ত মরসুমে ওড়িশা এফসির দায়িত্বে থাকলেও, মরসুম শেষেই তাঁর সঙ্গে পড়শি রাজ্যের দল সম্পর্ক ছিন্ন করে। স্প্যানিয়ার্ড জোসেপের কোচ হওয়া নিশ্চিত না হলেও, স্টিভেন কনস্ট্যানটাইন যে পরের মরসুমে ইস্টবেঙ্গল কোচের হটসিটে থাকছেন না, তা কার্যত নিশ্চিত। সুপার কাপের সম্ভবত লাল হলুদ কোচের পদ থেকে ছাটাই হতে চলেছেন কনস্ট্যান্টাইন।
প্রথম ম্যাচ থেকেই খেলবেন শাকিবরা
শাকিব আল হাসান (Shakib Al Hasan) ও লিটন দাস (Litton Das), দুই বাংলাদেশি ক্রিকেটারকে কি আইপিএলের প্রথম ম্যাচেই পাবে কলকাতা নাইট রাইডার্স? আইপিএলের দ্বিতীয় দিনই মাঠে নেমে পড়ছে কেকেআর। ১ এপ্রিল, মোহালিতে। প্রতিপক্ষ, পাঞ্জাব কিংস। যে ম্যাচকে অনেকে বীর-জারার লড়াই বলে থাকেন। কেকেআরের অন্যতম মালিক শাহরুখ খান। আর পাঞ্জাব কিংসের মালকিন প্রীতি জিন্টা। বীর-জারা সিনেমায় যাঁদের রসায়ন মুগ্ধ করেছিল দর্শককে।
কিন্তু বাংলাদেশ ঘরের মাঠে সিরিজ খেলছে আয়ার্ল্যান্ডের বিরুদ্ধে। বৃহস্পতিবার ওয়ান ডে সিরিজের তৃতীয় ম্যাচ। এরপর রয়েছে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। ৩১ মার্চ যে সিরিজের শেষ ম্যাচ। তারপর ৪ এপ্রিল থেকে আয়ার্ল্যান্ডের বিরুদ্ধে একমাত্র টেস্ট খেলবে বাংলাদেশ। যে ম্যাচ শেষ হবে ৮ এপ্রিল। তাই কেকেআরের প্রথম দুই ম্যাচে বাংলাদেশের দুই তারকা অনিশ্চিত ছিলেন।
তাহলে কীভাবে শাকিব ও লিটনের পাঞ্জাব কিংসের বিরুদ্ধেই মাঠে নেমে পড়ার সম্ভাবনা তৈরি হল? বাংলাদেশে খোঁজ নিয়ে জানা গেল, দুই তারকাই আইপিএলের শুরু থেকে খেলার জন্য সে দেশের ক্রিকেট বোর্ডের কাছে নো অবজেকশন সার্টিফিকেট চেয়েছেন। বলা হচ্ছে, এনওসি দিয়ে দিতে পারে বিসিবি।
শ্যুটি বিশ্বকাপে সোনা
শ্যুটিং বিশ্বকাপে ভারতের হয়ে সোনা জিতলেন সরবজ্যোৎ সিংহ। ১০ মিটার এয়ার পিস্তল ইভেন্টে সােনা জিতলেন এই তরুণ শ্যুটার। ব্রোঞ্জ জিতেছেন আরেক ভারতীয় বরুণ তোমার। তবে ভারতের তারকা মহিলা শ্যুটার মানু ভাকের ও যশশ্বিনী জয়সওয়াল ১০ মিটার এয়ার পিস্তল ইভেন্টে ফাইনাল রাউন্ডে উঠতে পারেননি।
ফাস্ট বোলারকে ঘিরে উদ্বেগ
আইপিএলের বোধন আর ঠিক এক সপ্তাহ বাকি। টুর্নামেন্টের দ্বিতীয় দিনই মাঠে নেমে পড়ছে কলকাতা নাইট রাইডার্স (KKR)। আর তার আগে কি না চোট সমস্যায় জেরবার নাইটরা! হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছেন লকি ফার্গুসন (Lockie Ferguson)। দেশের মাটিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজ খেলছে নিউজিল্যান্ড। ওয়ান ডে সিরিজের প্রথম ম্যাচ ছিল বৃহস্পতিবার। তিন ম্যাচের ওয়ান ডে সিরিজের শুধু প্রথম ম্যাচেই খেলার কথা ছিল ফার্গুসনের। তারপরই তাঁর ভারতের উদ্দেশে রওনা হয়ে যাওয়ার কথা। কিন্তু বৃহস্পতিবার অকল্যান্ডে ইডেন পার্কে শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচে খেললেন না ফার্গুসন।
কেন? নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড থেকে জানানো হয়েছে, ডান পায়ের হ্যামস্ট্রিংয়ে চোট রয়েছে ফার্গুসনের। তাই তিনি এই ম্যাচে খেলেনকারণনি। জানা গিয়েছে, নিজেদের দেশে একটি প্রথম শ্রেণির ম্যাচ খেলতে গিয়ে চোটটি পান তিনি। বৃহস্পতিবার শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়ান ডে ম্যাচের আগে তাঁর ফিটনেস পরীক্ষা হয়। নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড বিবৃতি দিয়ে জানিয়েছে, ফিটনেস পরীক্ষায় ব্যর্থ হন তিনি। তাই প্রথম ম্যাচে খেলা হয়নি তাঁকে।
আরও পড়ুন: ঋদ্ধিমান আমাদের সম্পদ, বলছেন গতবারের আইপিএল জয়ী দলের ডিরেক্টর