কলকাতা: ঘরের মাঠে নাগাড়ে দ্বিতীয় ম্যাচ হারল আরসিবি। বদলে গেল কলকাতা নাইট রাইডার্স বনাম রাজস্থান রয়্যালসের ম্যাচের দিনক্ষণ। এক নজরে খেলার সব খবর।


 ঘরের মাঠে আরসিবির দ্বিতীয় হার


প্রথম ম্যাচে পাঞ্জাব কিংসকে নাজেহাল করেছিলেন। দ্বিতীয় ম্যাচেও ময়ঙ্ক যাদবের (Mayank Yadav) দাপট অব্যাহত রইল। ১৪ রানের বিনিময়ে তিন উইকেট নিলেন লখনউ সুপার জায়ান্টসের (Lucknow Super Giants) তরুণ তুর্কি। তাঁর আগুন গতিতেই ছারখার হয়ে গেল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (Royal Challengers Bengaluru)। ১৮২ রান তাড়া করতে নেমে ১৫৩ রানে অল আউট হয়ে গেল আরসিবি। ২৮ রানে জয় পেল লখনউ। ঘরের মাঠে নাগাড়ে দ্বিতীয় ম্যাচ হারল আরসিবি। লখনউয়ের হয়ে এদিন ব্যাট হাতে নজর কাড়েন কুইন্টন ডি কক এবং নিকোলাস পুরান। ডি কক দলের হয়ে সর্বোচ্চ ৮১ রানের ইনিংস খেলেন। শেষের দিকে ২১ বলে ৪০ রানের ইনিংস খেলেন। এই দুই তারকাই লখনউয়ের জয়ের ভিত রাখেন।


হার্দিকের বার্তা


আইপিএলের রেকর্ড চ্যাম্পিয়ন (যুগ্মভাবে) মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indian) জন্য এবারের আইপিএল (IPL 2024) বেশ ঘটনাবহুল। টুর্নামেন্টের বহু আগে থেকেই দলের অধিনায়ক পদ থেকে রোহিত শর্মাকে সরিয়ে হার্দিক পাণ্ড্যকে (Hardik Pandya) দায়িত্ব দেওয়া নিয়ে প্রবল তর্ক-বিতর্ক চলছিল। টুর্নামেন্টের শুরুটাও একদমই ভাল হয়নি। নাগাড়ে তৃতীয় ম্যাচ হারের পর এবার সকলের উদ্দেশে বার্তা দিলেন হার্দিক।


হারের হ্যাটট্রিকে বর্তমানে লিগ তালিকায় সবার নীচে মুম্বই ইন্ডিয়ান্স। টুর্নামেন্টের একমাত্র দল হিসাবে এখনও একটি ম্যাচও জেতেনি পল্টনরা। দলের পারফরম্যান্স নিয়ে প্রশ্নচিহ্ন। প্রশ্ন উঠছে দলের অন্দরমহলের পরিবেশ নিয়েও। এমন পরিস্থিতিতে হার্দিকের স্পষ্ট বার্তা, এই দল কখনও হাল ছাড়ে না। তিনি সোশ্যাল মিডিয়ায় লেখেন, 'এই দলের বিষয়ে একটা জিনিস সবার আগে সকলের জেনে রাখা উচিত, যে আমরা কখনও হাল ছাড়ি না। আমরা লড়াই চালু রাখব, চেষ্টা করতে থাকব।'


বিশ্বকাপ খেলবেন না স্টোকস


টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup 2024) ইংল্যান্ডের জার্সিতে দেখা যাবে না বেন স্টোকসকে (Ben Stokes)। নিজেই জানিয়ে দিয়েছেন তিনি ইসিবি ও ওয়েলস ক্রিকেট বোর্ডকে। লাল বলের ফর্ম্য়াটে খেলতে চান। আর তাই নিজেকে ফিট রাখতে চান ইংল্যান্ডের টেস্ট দলের অধিনায়ক। তাই কুড়ির ফর্ম্য়াটের বিশ্বকাপ থেকে নাম তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বেন স্টোকস। ব্যাট হাতে গত কয়েক বছরে দলের মিডল অর্ডারে অভিজ্ঞতার ঝুলি নিয়ে ভরসা জুগিয়ে গিয়েছেন। কিন্তু বল হাতে পুরনো অলরাউন্ডার স্টোকসকে খুব একটা দেখা যায়নি। কিন্তু এবার বল হাতেও নিজেকে মেলে ধরতে চান আসন্ন টেস্ট গুলোয়। তার জন্যই নিজেকে পুরো ফিট রাখতেই এবার বিশ্বকাপ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন তারকা ইংরেজ অলরাউন্ডার। উল্লেখ্য, ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রের মাটিতে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর বসতে চলেছে। ইংল্যান্ড আগামী ৪ জুন খেলবে তাদের প্রথম ম্য়াচ স্কটল্য়ান্ডের বিরুদ্ধে। 


কেকেআরের ম্যাচের দিন বদল


সম্ভাবনা ছিলই। এবার সেই সম্ভাবনাই সত্যি হল। পিছিয়ে গেল কেকেআর বনাম রাজস্থান রয়্যালস ম্য়াচের সূচি। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী আগামী ১৭ এপ্রিল হওয়ার কথা ছিল এই ম্য়াচ। কিন্তু নতুন যে দিন নির্বাধণ করা হয়েছে ম্য়াচের, তা একদিন এগিয়ে গিয়েছে। আগামী ১৬ এপ্রিল মুখোমুখি হবে ২ দল ইডেনে। আগামী ১৭ এপ্রিল রয়েছে রামনবমী। আর তার জন্যই দিন বদলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


এর আগে শোনা গিয়েছিল যে রামনবমীর জন্য ঝামেলা হতে পারে, এই জটিলতার কারণে ভেন্যু বদলে দিতে চেয়েছিল বিসিসিআই। কিন্তু কেকেআর টিমের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয় যে ইডেনেই খেলবে শ্রেয়স আইয়ারের দল। কলকাতার মানুষদের সমর্থন সঙ্গে নিয়েই হোম ম্য়াচ খেলতে চায় দল। এরপরও বৈঠক হয় ও এই সিদ্ধান্ত নেওয়া হয় যে ১৬ এপ্রিল ম্য়াচ আয়োজন করা হবে। আসলে রামনবমীর দিন রাজ্যের বিভিন্ন প্রান্তে মিছিল বের হতে পারে। ফলে নিরাপত্তজনিত একটি ইস্যু থেকেই যায়। তাই ওইদিনই ম্য়াচ আয়োজন করতে তা ঝুঁকি নেওয়া হত বলে মনে করছিল বোর্ড।


ঈশানের শাস্তি


সাম্প্রতিক সময়ে ভারতীয় ক্রিকেটমহলে বিতর্কের অন্য নাম যেন ঈশান কিষাণ (Ishan Kishan)। মানসিক স্বাস্থ্যের কথা বলে জাতীয় দল থেকে সরে দাঁড়ানোর পর দুবাইয়ে পার্টি করা থেকে বোর্ডের নির্দেশকে কার্যত বুড়ো আঙুল দেখিয়ে ঘরোয়া ক্রিকেট দলের হয়ে রঞ্জি ম্যাচ না খেলায়, প্রবল সমালোচনার শিকার হন তিনি। তরুণ কিপার ব্যাটারকে বোর্ডের বার্ষিক চুক্তি থেকেও বাদ দেওয়া হয়। এবার মুম্বই ইন্ডিয়ান্সও (Mumbai Indians) শাস্তি দিল তাঁকে।


মুম্বই ইন্ডিয়ান্স ম্যানেজমেন্টের তরফে দলের সকলের জন্যই সঠিক সময়ে অনুশীলনে আসা, হোটেলে কোনও কিছুর কল টাইম দেওয়া হলে, তার মধ্যে উপস্থিত হওয়ার মতো নির্দিষ্ট কিছু নিয়মকানুন বানানো হয়।  এই নিয়মগুলি ভাঙলে শাস্তিও দেওয়া হয়। তবে এই শাস্তি খানিকটা ভিন্ন। সেই শাস্তি কারণেই ঈশান কিষাণকে মুম্বই বিমানবন্দরে মজাদার সুপারহিরো পোশাকে দেখা গেল। মুম্বই ইন্ডিয়ান্সের তরফে সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্টও করা হয়।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে


আরও পড়ুন: মমতার জন্যই কলকাতার ফ্র্যাঞ্চাইজি কেনেন শাহরুখ! ভাইরাল 'কিং খান'-র পুরনো ভিডিও