কলকাতা: মহেন্দ্র সিংহ ধোনির ভবিষ্যৎ নিয়ে বড় আপডেট দিলেন তাঁর বন্ধু। বাইক দুর্ঘটনার শিকার গুজরাত টাইটান্সের কিপার-ব্যাটার। এক নজরে খেলার সব খবর।
ধোনির ভবিষ্যৎ
আর মাত্র দিনকয়েকের অপেক্ষা। এই মাসে শুরু হতে চলেছে আইপিএল (IPL 2024)। ২২ মার্চ টুর্নামেন্টের প্রথম ম্যাচেই গত বারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস (Mahendra Singh Dhoni) মাঠে নামতে চলেছে, প্রতিপক্ষ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। এ মরশুমেও ফের একবার মহেন্দ্র সিংহ ধোনিকে সিএসকের হলুদ বিগ্রেডকে নেতৃত্ব দিতে দেখা যাবে। অনেকেই মনে করছেন এটাই মাহির শেষ আইপিএল মরশুম হতে চলেছে। কিন্তু তাঁর ছোটবেলার বন্ধু কিন্তু ভিন্ন কথা বলছেন।
পরমজিৎ সিংহ হলেন ধোনির ছোটবেলার বন্ধু। যে যাই বলুন না কেন, পরমজিৎ কিন্তু মনে করছেন ধোনির যা ফিটনেস, তাতে তিনি আরামসে আরও একাধিক আইপিএল মরশুম খেলতে পারেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে পরমজিৎ বলেন, 'এটা ওর শেষ মরশুম বলে আমার মনে হয় না। ও তো এখনও দারুণ ফিট। আমার মনে হয় ও আরও এক দুই মরশুম খেলবে। আরও এক মরশুম তো অন্তত খেলবেই। কারণ এখনও ওর ফিটনেস দারুণ।'
বাইক দুর্ঘটনার কবলে তরুণ ক্রিকেটার
আইপিএল (IPL 2024) নিলাম রাতারাতি তাঁর ভাগ্য বদলে দিয়েছিল। এবারের নিলামে ২০ লক্ষ টাকার বেস প্রাইস থেকে শুরু করে কড়া দর হাঁকাহাঁকির পর তিন কোটি ৬০ লক্ষ টাকার বিরাট মূল্যে রবিন মিঞ্জকে (Robin Minz) দলে নিয়েছে গুজরাত টাইটান্স (Gujarat Titans)। রাঁচির মারকাটারি কিপার-ব্যাটারকে এ মরশুমে খেলতে দেখতে অনেকেই আগ্রহী। তবে টুর্নামেন্ট শুরুর দিনকয়েক আগেই দুর্ঘটনার শিকার তরুণ ক্রিকেটার।
গত শনিবার রবিন বাইক দুর্ঘটনার কবলে পড়েন। রিপোর্ট অনুযায়ী তাঁর সুপারবাইক রাস্তায় আরেক বাইককে ধাক্কা মারায় তিনি নিয়ন্ত্রণ হারান। মিঞ্জ এর জেরে আহত হন। তাঁর গাড়ির সামনের দিকে একেবারে তুবড়ে গিয়েছে বলে খবর। রবিন মিঞ্জকেও তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে তিনি আপাতত স্থিতিশীল এবং তাঁর বড় কোনওরকম চোট লাগেনি বলেই তাঁর বাবা ফ্রান্সিস মিঞ্জ জানান। তাঁর বাবা বলেন, 'আরেকটি বাইরে সঙ্গে সংঘর্ষের পর ওর বাইক নিয়ন্ত্রণ হারায়। বর্তমানে তো চিন্তার তেমন কিছু নেই। আপাতত পর্যবেক্ষণে রয়েছে ও।' খবর অনুযায়ী ২১ বছর বয়সি রবিনের এই দুর্ঘটনার জেরে ডান হাঁটুতে অল্পস্বল্প ক্ষতের সৃষ্টি হয়েছে।
সেমিতে এগিয়ে মুম্বই, মধ্যপ্রদেশ
ভারতীয় দল থেকে বাদ পড়েছেন তিনি। তবে ঘরোয়া ক্রিকেটে রঞ্জি ট্রফির (Ranji Trophy 2024) মহাগুরুত্বপূর্ণ সেমিফাইনালে জ্বলে উঠল শার্দুল ঠাকুরের (Shardul Thakur) ব্যাট। তামিলনাড়ুর বিরুদ্ধে শতাধিক স্ট্রাইক রেটে বিধ্বংসী শতরানে মুম্বইকে ম্যাচে এগিয়ে দিলেন তারকা অলরাউন্ডার। অপরদিকে, সম্পূর্ন ভিন্ন মেজাজের আরেকটি শতরান দেখা গেল রঞ্জির আরেক সেমিফাইনালে। ২৬৫ বলে ১২৬ রানের ইনিংস খেলে বিদর্ভের বিরুদ্ধে মধ্যপ্রদেশের হাতে ম্যাচের রাশ তুলে দিলেন দলের ওপেনার হিমাংশু মন্ত্রী (Himanshu Mantri)।
মাত্র ৮৯ বলে শতরান পূরণ তারকা অলরাউন্ডার শার্দুল। ছক্কা হাঁকিয়েই নিজের শতরান পূরণ করেন তিনি। ১০৫ বলে ১০৯ রানের ইনিংস খেলে তিনি আউট হন। শার্দুল বাদে গত ম্যাচে ঐতিহাসিক শতরান হাঁকানো তনুষ কোতিয়ানও ফের একবার ১০ নম্বরে নেমে ব্যাট হাতে নজর কাড়লেন। তিনি ৭৪ রানে অপরাজিত রয়েছেন। ইতিমধ্যেই তুষার দেশপাণ্ডের সঙ্গে তাঁর পার্টনারশিপ কিন্তু ফের একবার ৫০ রানের গণ্ডি পার করেছে। তুষারের সংগ্রহ ১৭। দিনশেষে মুম্বইয়ের স্কোর নয় উইকেটের বিনিময়ে ৩৫৩ রান। মুম্বই আপাতত ম্যাচে ২০৭ রানে এগিয়ে।
আরেক সেমিফাইনালে বিদর্ভের ১৭০ রানের জবাবে মন্ত্রীর শতরানে দ্বিতীয় দিনের খেলা শেষে মধ্যপ্রদেশ ম্যাচে ৬৯ রানে এগিয়ে রয়েছে। মন্ত্রী শতরান হাঁকালেও, মধ্যপ্রদেশের অন্য কোনও ব্যাটার অর্ধশতরানের গণ্ডিও পার করতে পারেনি। কেকেআর তারকা বেঙ্কটেশ আইয়ার শূন্য রানে আউট হন। ফলে ২৫২ রানেই গুটিয়ে যায় মধ্যপ্রদেশের প্রথম ইনিংস। যশ ঠাকুর এবং উমেশ যাদব তিনটি করে উইকেট নেন। দিনের শেষবেলায় দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে দিনশেষে বিদর্ভের স্কোর ১৩।
গুজরাতের হারের ধারা অব্যাহত
মরশুমের চার ম্যাচ খেলা হয়ে গেলেও এখনও বোর্ডে পয়েন্ট তুলতে ব্যর্থ গুজরাত জায়ান্টস (Gujarat Giants)। অ্যাশলে গার্ডনারের লড়াকু ইনিংস সত্ত্বেও দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) বিরুদ্ধে হারতেই হল গুজরাতকে। ২৫ রানে গুজরাতকে হারিয়ে উইমেন্স প্রিমিয়ার লিগের (Women's Premier League 2024) শীর্ষে পৌঁছে গেল দিল্লি ক্যাপিটালস। ব্যাট হাতে অধিনায়ক মেগ ল্যানিংয়ের অর্ধশতরানে ভর করে নির্ধারিত ২০ ওভারে আট উইকেটের বিনিময়ে ১৬৩ রান তোলে দিল্লি। জবাবে অ্যাশলে গার্ডনার ৪০ রান করলেও, ১৩৮ রানেই থেমে গেল গুজরাতের ইনিংস। জেস জনাসেন ও রাধা যাদব তিনটি করে উইকেট নেন।
কোটি টাকার টিকিট!
১ জুন থেকে শুরু হতে চলেছে টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 World Cup 2024)। আর বিশ্বকাপ মানেই ক্রিকেটপ্রেমীরা যে ম্যাচের দিকে অধীর আগ্রহে তাকিয়ে থাকে, সেটা হল ভারত বনাম পাকিস্তানের (India vs Pakistan) লড়াই। ৯ জুন দুই চিরপ্রতিদ্বন্দ্বী নিউ ইয়র্কে একে অপরের মুখোমুখি হবে। সেই ম্যাচ বিশ্বের যে প্রান্তেই হোক না কেন, তা ঘিরে অনুরাগীদের উন্মাদনা বরাবরই। সেই ম্যাচের এক একটি টিকিটের দাম নাকি কোটি ছুঁয়েছে।
ভারত-পাকিস্তান ম্যাচের জন্য এক ওয়েবসাইটে রিসেল টিকিটের সর্বোচ্চ দাম এক লক্ষ ৭৫ হাজার মার্কিন ডলার নির্ধারিত হয়েছে। এর সঙ্গে অ্যাডিশনাল ফি ৫০ হাজার মার্কিন ডলার মিলিয়ে টিকিটের দাম গিয়ে দাঁড়াচ্ছে প্রায় ১কোটি ৮৬ লক্ষ টাকা। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ম্যাচ ঘিরে যুক্তরাষ্ট্রে এই টিকিটের দাম যে কোনও এনবিএ ফাইনালের ম্যাচের টিকিটের সমতুল্য। এই মূল্যই দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ম্যাচ ঘিরে উন্মাদনা, উত্তেজনা ঠিক কতটা, তা প্রমাণ করে দেয়।
অস্ট্রেলিয়ার জয়
ন্যাথান লায়নের (Nathan Lyon) স্পিনের ফাঁদে নাস্তানাবুদ নিউজ়িল্যান্ড। দ্বিতীয় ইনিংস ছয় উইকেট নিলেন অস্ট্রেলিয়ার তারকা স্পিনার। ১৯৬ রানে অল আউট হয়ে গেল নিউজ়িল্যান্ড। ১৭২ রানে প্রথম টেস্ট (NZ vs AUS) জিতল অস্ট্রেলিয়া। টেস্টের প্রথম ইনিংসে চার ও দ্বিতীয় ইনিংসে ছয় উইকেট নেন লায়ন। এক ম্যাচে কিউয়িভূমে ১০ উইকেট নেওয়ার কৃতিত্ব শেন ওয়ার্নেরও নেই। তিনিই প্রথম অজ়ি হিসাবে এই কৃতিত্ব গড়লেন তবে প্রথম ইনিংসে অপরাজিত ১৭৪ ও দ্বিতীয় ইনিংসে ৩৪ রান করার পাশাপাশি এক উইকেট নিয়ে ম্য়াচের সেরা হলেন ক্যামেরন গ্রিন।
শীর্ষে ভারত
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়েলিংটনে প্রথম টেস্টে (NZ vs AUS) ক্যামেরন গ্রিনের ব্যাটিং এবং নাথান লায়নের দুরন্ত বোলিংয়ে জয় পায় অস্ট্রেলিয়া। ১৭২ রানে কিউয়িদের হারায় অজ়িরা। এই বিরাট ব্যবধানে পরাজয়ের জেরেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ পয়েন্ট তালিকার (WTC Points Table) শীর্ষস্থান হারাল কিউয়িরা। শীর্ষে উঠে এল রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারতীয় দল (Indian Cricket Team)।
এই ম্যাচের আগে চার ম্যাচে ৩৬ পয়েন্ট ছিল নিউজ়িল্যান্ডের দখলে। জয়ের শতকরা শতাংশ ৭৫। এই হারের পর নিউজ়িল্যান্ডের জয়ের শতকরা ৬০-এ নেমে গেল। অপরদিকে, ভারতের দখলে আট ম্যাচের পর রয়েছে ৬২ পয়েন্ট। রোহিতদের জয়ের হার শতকরা ৬৪.৫৮। ফলে শীর্ষে উঠে এল ভারত এবং দ্বিতীয় স্থানে নেমে গেল নিউজ়িল্যান্ড। ম্যাচে অজ়িদের জয়ের কারিগর ন্যাথান লায়ন এবং ক্যামেরন গ্রিন।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে
আরও পড়ুন: AIFF প্রেসিডেন্টের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ প্রধানমন্ত্রীর কাছে, আইনি পথে জবাব দেবেন কল্যাণ