কলকাতা: সোশ্যাল মিডিয়ায় নতুন জীবন শুরু করার খবর শেয়ার করে নিয়েছিলেন কেবলমাত্র ১টি পোস্ট দিয়ে। একটি ছবি ও ছোট্ট একটিই লাইন। তাও শেয়ার করে নিয়েছিলেন অনুপম রায় (Anupam Roy)। আর বিয়ের পরে, সোশ্যাল মিডিয়ায় এই প্রথম ছবি শেয়ার করে নিলেন সঙ্গীতশিল্পী প্রশ্মিতা পাল (Prashmita Paul)। 


নিজের প্রোফাইলে একটি হলুদ শাড়ি পরা ছবি শেয়ার করে নিয়েছেন প্রশ্মিতা। দেখেই বোঝা যায়, তিনি দাঁড়িয়ে রয়েছেন কোনও বিবাহমন্ডপে। সেই ছবি শেয়ার করে প্রশ্মিতা লিখেছেন, 'আমরা যাকে হলুদ বলি..' । বাঙালি রীতি মেনে বিয়ে করেননি অনুপম বা প্রশ্মিতা। কেবল আইনি বিয়েই সেরেছেন তাঁরা। বিয়ের দিন তসরের ওপর লাল কাজ করা পাঞ্জাবি পরেছিলেন অনুপম। গোলাপি ও সোনালি কাজের বেনারসি পরেছিলেন প্রশ্মিতা। সোশ্যাল মিডিয়ায় তাঁর ও প্রশ্মিতার ছবি শেয়ার করে অনুপম লেখেন, 'নতুন করে'। 


সোশ্যাল মিডিয়ায় অনুপমের এই পোস্ট ভেসে গিয়েছে শুভেচ্ছাবার্তায়। এক অনুরাগী অনুপমেরই এক গানের লাইন তুলে লিখেছেন, ' শহরতলি জুড়ে/গলির মোড়ে মোড়ে/ তোমায় নিয়ে গল্প হোক'। টলিউডের অনেক বন্ধুরাই শুভেচ্ছা জানিয়েছেন সুরেলা এই জুটিকে। অনুপম ও প্রশ্মিতা দুজনেই সঙ্গীতজগতের মানুষ। সোশ্যাল মিডিয়ায় প্রশ্মিতা বিয়ের পরে প্রথম যে ছবি শেয়ার করে নিলেন, সেখানে অবশ্য অনুপমের ছবি নেই, নেই তাঁর কথাও। তবে নতুন জীবন নিয়ে অনুপম ও প্রশ্মিতাকে শুভেচ্ছা জানিয়েছেন সবাই।


বিয়ের দিন সোনার গয়না, এলো খোঁপায় ফুল আর হালকা মেকআপে সেজেছিলেন প্রশ্মিতা। তাঁর হাতে মেহেন্দি। তাঁর ও অনুপমের প্রেমকাহিনীর কথা প্রায় কেউই জানতেন না। ইন্ডাস্ট্রিতে গুঞ্জন থাকলেও, সোশ্যাল মিডিয়ায় একসঙ্গে কোনও পোস্ট কোনোদিনও শেয়ার করে নেননি তাঁরা। প্রথম পোস্ট শেয়ার করে নেন বিয়ের পরেই। সেই ছবি প্রকাশ্যে এসেছে শনিবার সন্ধেয়। আর তারপরেই সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছার বন্যায় ভেসেছেন যুগল।


 






আরও পড়ুন: Kanchan Sreemoyee Marriage: কনকাঞ্জলী দিয়ে শ্বশুরবাড়িতে এলেন শ্রীময়ী, কেমন কাটছে প্রথমদিন?


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।