কলকাতা: চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গলকে হারিয়ে ডুরান্ড কাপ জিতল মোহনবাগান সুপার জায়ান্ট। এশিয়া কাপের মাঝপথেই দেশে ফিরলেন যশপ্রীত বুমরা। এক নজরে খেলার সারাদিনের সব খবর।
ডুরান্ডজয়ী মোহনবাগান
১০ জনে নেমে গিয়েও ডুরান্ড কাপের ফাইনালে (Durand Cup 2023 Final) শেষ হাসি হাসল মোহনবাগান সুপার জায়ান্টই (Mohun Bagan Super Giant)। চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গলকে (East Bengal) হারিয়ে ১-০ ম্যাচ জিতে নিল সবুজ মেরুন। ৭১ মিনিটে ম্যাচের একমাত্র গোলটি করেন মোহনবাগানের ফরোয়ার্ড দিমিত্রি পেত্রাতোস (Dimitri Petratos)। ম্যাচের ৬২ মিনিটের মাথায় লাল কার্ড দেখেন সবুজ মেরুন মিডফিল্ডার অনিরুদ্ধ থাপা। তবে একজন কম নিয়েই রেকর্ড ১৭তম ডুরান্ড কাপ জিতল সবুজ মেরুন।
দেশে ফিরলেন বুমরা
গতকালই পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ দিয়ে নিজেদের এশিয়া কাপের (Asia Cup 2023) অভিযান শুরু করেছে ভারতীয় দল (Indian Cricket Team)। ঠিক তার পরের দিনই দেশে ফিরলেন দলের তারকা ফাস্ট বোলার যশপ্রীত বুমরা (Jasprit Bumrah)। বিসিসিআই সূত্রের খবর অনুযায়ী, রবিবারই মুম্বইয়ে ফিরেছেন ভারতীয় দলের তারকা। তাহলে কি আর এশিয়া কাপে দেখা যাবে না বুমরাকে?
এই এশিয়া কাপকেই বিশেষজ্ঞরা বিশ্বকাপের প্রস্তুতি হিসাবে দেখছেন। তাই বুমরার দেশে ফেরা নিয়ে উদ্বেগ একেবারেই অমূলক নয়। তবে ভারতীয় সমর্থকরা আশ্বস্ত হবেন, এই জেনে যে বুমরা চোটের কারণে নয়, তিনি ভারতীয় শিবির ছেড়েছেন সম্পূর্ণ পারিবারিক কারণে। তাঁর কোনওরকম চোট নেই এবং তিনি সম্পূর্ণ সুস্থ।
কাল নেপালের বিরুদ্ধে (India vs Nepal) নিজেদের এশিয়া কাপের দ্বিতীয় ম্যাচে মাঠে নামতে চলেছে ভারতীয় দল। বুমরা দেশে ফেরায় সেই ম্যাচে স্বাভাবিকভাবেই অংশগ্রহণ করতে পারবেন না। তবে ভারতীয় দল টুর্নামেন্টের সুপার ফোরে পৌঁছতে পারলে, বুমরাকে ফের একবার জাতীয় দলের হয়ে খেলতে দেখা যাবে।
জয় পেল বাংলাদেশ
শ্রীলঙ্কার বিরুদ্ধে নিজেদের এশিয়া কাপের (Asia Cup 2023) প্রথম ম্যাচে বড় ব্যবধানে পরাজিত হতে হয়েছিল বাংলাদেশকে (Bangladesh Cricket Team)। তবে আফগানিস্তানকে (BAN vs AFG) গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে ৮৯ রানের ব্যবধানে হারিয়ে এশিয়া কাপের সুপার ফোরে পৌঁছনোর দৌড়ে টিকে থাকলেন শাকিব আল হাসানরা। ব্যাট হাতে মেহেদি হাসান মিরাজ ও নাজমুল হোসেন শান্ত এবং বল হাতে তাসকিন আমেদ ও শরিফুল ইসলামের পারফরম্যান্সে ভর করে জয় পেল বাংলা টাইগাররা। ৩৩৫ রান তাড়া করতে নেমে ২৪৫ রানেই অল আউট হয়ে গেল আফগানিস্তান।
বদলাতে পারে এশিয়া কাপের ভেন্যু
বৃষ্টির জন্য ক্যান্ডিতে আয়োজিত ভারত-পাকিস্তানের গ্রুপ পর্বের ম্যাচ ভেস্তে গিয়েছিল। যা পূর্বাভাস তাতে সোমবার ভারত বনাম নেপালের ম্যাচেও বৃষ্টি হওয়ার সম্ভাবনা প্রবল। এটাই ক্যান্ডিতে এশিয়া কাপের (Asia Cup 2023) শেষ ম্যাচ। এরপর কলম্বোর আর প্রেমদাসা স্টেডিয়ামে আয়োজিত হবে পাঁচটি সুপার ফোরের (Asia Cup 2023 Super Four) ম্যাচসহ টুর্নামেন্টের ফাইনাল। তবে সেখানেও আবহাওয়ার পূর্বাভাস খুব একটা ভাল নয়। সেই কারণেই এই ম্যাচগুলির ভেন্যু বদলে ফেলা হতে পারে বলে শোনা যাচ্ছে। বিকল্প হিসাবে হাম্বানতোতা ও দাম্বুলার নাম শোনা যাচ্ছে। দিন দু'য়েকের মধ্যেই সরকারিভাবে এই বিষয়ে এশিয়া কাপের উদ্যোক্তরা নিজেদের সিদ্ধান্ত জানাবেন বলে খবর।
চলে গেলেন হিথ স্ট্রিক
ক্যান্সারের কাছে শেষ পর্যন্ত হার মানেলন হিথ স্ট্রিক (Heath Streak)। কিছুদিন আগেই একটি ভুয়ো খবর ছড়িয়েছিল যে স্ট্রিক মারা গিয়েছেন। কিন্তু সেবার স্ট্রিক নিজেই জানান দিয়েছিলেন যে তিনি বেঁচে আছেন। তবে চিকিৎসাধীন ছিলেন। কিন্তু তার কিছুদিনের মধ্যেই এবার সত্যিই ৪৯ বছর বয়সে প্রয়াত হলেন স্ট্রিক। তাঁর স্ত্রী নাদিনে স্ট্রিক নিজেই এই বিষয়ে সোশ্যাল মিডিয়ায় খবরের সত্য়তা স্বীকার করে পোস্ট করেছেন।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial
আরও পড়ুন: মুর্শিদাবাদে আয়োজিত হল বিশ্বের দীর্ঘতম সাঁতার প্রতিযোগিতা