সুনীত হালদার, হাওড়া: নেশা (Addiction) করতে টাকা না দেওয়ায় মাকে খুনের (Son Attempted To Kill Mother) চেষ্টার অভিযোগ উঠল ছেলের বিরুদ্ধে। লিলুয়ার (Howrah news) ঘটনা। মাকে খুনের চেষ্টার অভিযোগে গ্রেফতার করা হয়েছে ছেলেকে। প্রাথমিক ভাবে খবর, নেশা করতে টাকা না দেওয়ায় মাকে ছুরি দিয়ে কোপানোর অভিযোগ রয়েছে ছেলের বিরুদ্ধে। রক্তমাখা ছুরি উদ্ধার হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি জখম মহিলা।
নতুন নয়...
গত কয়েক বছরে রাজ্যের নানা প্রান্তে মাঝেমধ্যেই এই ধরনের ঘটনার কথা শোনা গিয়েছে। বছরপাঁচেক আগে হাওড়াতেই যেমন কিছুটা এক ধরনের অভিযোগ ওঠে। ২০১৮ সালের ওই ঘটনাটি ঘটেছিল হাওড় ময়দানে। অভিযোগ ছিল, নেশা করতে নিষেধ করায় একই কারণে মা-কে খুন করে ছেলে। ঘটনাস্থল হাওড়া ময়দানের কাছে ঘাটমাঝি লেন। ৫৮ বছরের শোভা ভৌমিকের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার হওয়ার পরই গোটা ঘটনা নিয়ে হইচই শুরু হয়। প্রৌঢ়ার মাথার পিছনে গভীর ক্ষতের আঘাত ছিল। প্রৌঢ়া মা-কে খুনের অভিযোগে গ্রেফতার করা হয় ছেলে অভিজিৎকে। তদন্তে নেমে পুলিশ জানতে পারে, বছর ৩০-এর অভিজিৎ কোনও কাজ করত না। সব সময় নেশা করে থাকত। ছোট দোকান চালিয়ে সংসার টানতেন মা। প্রতিবেশীদের দাবি, নেশার টাকা দিতে না চাওয়ায়, ছেলের সঙ্গে প্রায়ই অশান্তি হত প্রৌঢ়ার। তার নামে দোকান লিখে দেওয়ার জন্যও ছেলে মাকে চাপ দিচ্ছিল বলে অভিযোগ। পুলিশেরও অনুমান, নেশার টাকা না পেয়েই মা-কে খুন করেছিল ছেলে। এই ঘটনার ঠিক আগের মাসে, একই ঘটনা ঘটেছিল দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীতে। মদ্যপান করতে নিষেধ করেছিলেন বলে বাবাকে পিটিয়ে খুনের অভিযোগ ওঠে ছেলের বিরুদ্ধে। হাওড়ার ঘটনায় নেশার টাকা দিতে না চাওয়ায় মা-কে খুনের অভিযোগ উঠেছিল ছেলের বিরুদ্ধে। মৃতদেহ ময়নাতদন্তে পাঠানো হয়। পুলিশ জানিয়েছিল, অতীতেও মাদক মামলায় জেলে গিয়েছিল ধৃত অভিজিত্।
২০১৭ সালে নেশার টাকা না দেওয়ায় ছেলের বিরুদ্ধে বাবাকে পিটিয়ে খুনের অভিযোগ ওঠে জলপাইগুড়ির ময়নাগুড়ি থানা এলাকার হাসপাতাল পাড়ায়। মৃতের নাম অলোক ঘোষ। সূত্রের খবর, ঘটনার দিন রাত ১০টা নাগাদ মদ কেনার জন্য বাবার কাছে দেড় হাজার টাকা চেয়েছিল অভিযুক্ত, বছর ২২-এর ভিকি ঘোষ। কিন্তু টাকা দিতে অস্বীকার করায় বাড়িতেই বাবাকে ওই যুবক মারধর করে বলে অভিযোগ। প্রতিবেশীরা পরে অলোক ঘোষকে ময়নাগুড়ি হাসপাতালে নিয়ে গেলে চিকিত্সকরা মৃত বলে ঘোষণা করেন।
আরও পড়ুন:রাস্তা তৈরিতেও তোলাবাজির অভিযোগ! আক্রান্ত তৃণমূলেরই কাউন্সিলর