কলকাতা: ডব্লিউপিএলের প্রথম ম্যাচে ১৪৩ রানের বিরাট ব্যবধানে গুজরাত জায়ান্টসকে হারিয়ে নিজেদের অভিযান শুরু করল মুম্বই ইন্ডিয়ান্স। আইএসএলের সেমিফাইনালে পৌঁছে গেল এটিকে মোহনবাগান। খেলার সারাদিনের সব খবর এক নজরে।


মুম্বইয়ের জয়


বল হাতে ডব্লিউপিএলের (WPL 2023) প্রথম ম্যাচে আগুন ঝরালেন বাংলার বাঁ-হাতি স্পিনার সাইকা ইশাক (Saika Ishaque)। তিনি চার উইকেট নিলেন। ব্যাট হাতে ৪৫ রানের ইনিংসের পর অ্যামেলিয়া কেরও দুই উইকেট নেন। স্পিনারদের দাপটেই ২০৮ রান তাড়া করতে নেমে মাত্র ৬৪ রানেই গুটিয়ে গেল গুজরাত জায়ান্টসের ইনিংস। ১৪৩ রানের বিরাট ব্যবধানে জয় পেল মুম্বই ইন্ডিয়ান্স। হাঁটুতে চোট পাওয়ার পর আর ব্যাট করতেই নামলেন না বেথ মুনি। মুম্বইয়ের হয়ে হরমনপ্রীত কৌর ব্যাট হাতে সর্বোচ্চ ৬৫ রানের ইনিংস খেলেন। 


সেমিতে সবুজ-মেরুন


যুবভারতী স্টেডিয়ামে ওড়িশা এফসি-কে ২-০ গোলে হারিয়ে দিয়ে সেমিফাইনালে চলে গেল এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan)। ম্যাচের শুরু থেকে বলে দখল বেশি থাকলেও সেভাবে ওপেন করতে পারছিল না সবুজ মেরুন। ওড়িশা গুরুত্বপূর্ণ জায়গা ব্লক করে আটকে দিচ্ছিল সবুজ মেরুন ফুটবলারদের। ১১ মিনিটেই গোড়ালিতে লেগে উঠে গেলেন মোহনবাগানের আশিক কুরুনিয়ান। তাঁর জায়গায় নিয়ে আসা হয় লিস্টনকে।


ম্যাচের ৩৬ মিনিটে গোল করে এগিয়ে যায় খুয়ান ফেরান্দোর দল। দিমিত্রির কর্নার ফ্লিক করলেন মনবীর। হুগো বুমৌস বাঁ পায়ের শটে বল জালে পাঠালেন। দ্বিতীয় গোল পেল মোহনবাগান ৫৮ মিনিটে। এবার নাম লেখালেন দিমিত্রি। কার্ল একটা বল কেড়ে নিয়ে বাড়িয়েছিলেন। দিমিত্রি ডান পায়ের জোরাল শটে বল পাঠিয়ে দেন জালে। এই নিয়ে চলতি লিগে ৯ গোল হয়ে গেল তার। 


ম্যাচের ৫৯ মিনিট। ওড়িশা এফসি-র বিরুদ্ধে দুই গোলে এগিয়ে থেকে চালকের আসনে তখন এটিকে মোহনবাগান। স্বভাবতই খুশি সল্টলেকের গ্যালারি। হঠাৎ করে দুর্ঘটনা। বল ধরতে গিয়ে মাঠের মধ্যেই লুটিয়ে পড়লেন মোহনবাগানের গোলকিপার বিশাল কাইথ। শেষ অবধি যদিও নিজের পায়ে হেঁটেই অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে পরীক্ষার জন্য যান তিনি। তবে সেমিফাইনালের আগে নিশ্চিত ভাবেই চিন্তায় রাখলেন এটিকে মোহনবাগানকে। 


আইএসএলে রাউন্ডগ্লাস


রাজস্থান ইউনাইটেডের বিরুদ্ধে ম্যাচ জিতেই আই লিগ খেতাব নিজেদের নামে করে নেওয়ার সুযোগ ছিল রাউন্ডগ্লাস পঞ্জাব এফসির (RoundGlass Punjab) সামনে। সেই সুযোগ একেবারেই হাতছাড়া করেনি উত্তর ভারতের ক্লাবটি। দাপটের সঙ্গে ৪-০ স্কোরলাইনে ম্যাচ জিতে এক ম্যাচ বাকি থাকতেই আই লিগ (I-League) খেতাব নিজেদের নামে করে ফেলল রাউন্ডগ্লাস পঞ্জাব।


রাজস্থান ইউনাইটেডের বিরুদ্ধে ম্যাচ জিতেই আই লিগ খেতাব নিজেদের নামে করে নেওয়ার সুযোগ ছিল রাউন্ডগ্লাস পঞ্জাব এফসির (RoundGlass Punjab) সামনে। সেই সুযোগ একেবারেই হাতছাড়া করেনি উত্তর ভারতের ক্লাবটি। দাপটের সঙ্গে ৪-০ স্কোরলাইনে ম্যাচ জিতে এক ম্যাচ বাকি থাকতেই আই লিগ (I-League) খেতাব নিজেদের নামে করে ফেলল রাউন্ডগ্লাস পঞ্জাব।


জ্যোতির্লিঙ্গ মন্দিরে বিরুষ্কা


সামনেই ভারত (India) বনাম অস্ট্রেলিয়ার (Australia) চতুর্থ টেস্ট ম্যাচ (Test Match) তার আগেই উজ্জয়িনীর (Ujjain) মহাকাল (Mahakal) জ্যোতির্লিঙ্গ মন্দিরে গিয়ে সস্ত্রীক পুজো দিলেন বিরাট কোহলি (Virat Kohli)। ধুতি, গেঞ্জি, গলায় রুদ্রাক্ষের মালা পরে বিরাট কোহলিকে দেখা গেল মন্দিরের ঠাকুরের মন্দিরের চৌকাঠে বসে। এক নজরে দেখে চেনা যায় না। 













শাড়ি পরে বিরাটের সামনে বসে ছিলেন তাঁর স্ত্রী অনুষ্কা শর্মা (Anushka Sharma)। মহাকাল মন্দিরে তাঁরা যে প্রার্থনা জানাতে গিয়েছিলেন সেখানকার একাধিক ভিডিয়ো এবং ছবি ভাইরাল (Viral) হয়েছে ইতিমধ্যেই। বিরুষ্কাকে দেখে অসংখ্য অনুরাগীরাও ভিড় করেছিলেন সেখানে। অনুষ্কা একদম মন্দিরের মূল দরজার সামনে বসেছিলেন। গোলাপি রঙের শাড়ি পরেছিলেন। তাঁর পাশে বিরাটকে সাদা ধুতি গেঞ্জি পরে বসে থাকতে দেখা যায়। ভাইরাল হওয়া ভিডিয়োতে মন্দির চত্বরে তাঁদের সঙ্গে আরও অনেক দর্শনার্থীদের দেখা যায়। অনুষ্কা জানান, মহাকালের মন্দিরে তাঁদের দর্শন ভাল হয়েছে।