মুম্বই: আজ থেকে শুরু হয়েছে প্রথম ডব্লিউপিএল (Women's Premier League 2023)। প্রথম ম্যাচেই গুজরাত জায়ান্টসের মুখোমুখি হচ্ছে মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians)। ভারতীয় অধিনায়ক হরমনপ্রীত কৌরই (Harmanpreet Kaur) মুম্বই ইন্ডিয়ান্সকেও নেতৃত্ব দিচ্ছেন। তাঁকে ১.৮ কোটি টাকায় নিলামে দলে নিয়েছিল মুম্বই। তবে মুম্বইয়ের অধিনায়ক নির্বাচিত হলেও হরমনপ্রীতের প্রিয় দল মুম্বই ইন্ডিয়ান্স নয়, বরং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্য়াঙ্গালোর (Royal Challengers Bangalore)।
ভাইরাল হরমনের ট্যুইট
বছর দু'য়েক আগে করোনাকালে সোশ্যাল মিডিয়ায় এক প্রশ্নোত্তর পর্বে হরমনপ্রীত কৌরকে এক অনুরাগী তাঁর প্রিয় আইপিএল দল কোনটি তা জিজ্ঞেস করেন। জবাবে কোনও রাখঢাক না করেই তিনি স্পষ্ট জানিয়ে দেন তাঁর প্রিয় আইপিএল দল আরসিবি। ডব্লিউপিএল শুরুর আগে তাঁর এই পুরনো সোশ্যাল মিডিয়া পোস্টটি বেশ ভাইরাল হয়েছে।
প্রসঙ্গত, প্রথম ডব্লিউপিএলে কিন্তু হরমন নয়, আরসিবিকে নেতৃত্ব দিতে দেখা যাবে আরেক ভারতীয় তারকা স্মৃতি মান্ধানাকে। কাল, রবিবার ৫ মার্চ আরসিবি নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে, প্রতিপক্ষ দিল্লি ক্যাপিটালস। দুপুর ৩.৩০টে থেকে শুরু হবে ম্যাচ।
জ্যোতির্লিঙ্গ মন্দিরে বিরুষ্কা
সামনেই ভারত (India) বনাম অস্ট্রেলিয়ার (Austrelia) চতুর্থ টেস্ট ম্যাচ (Test Match) তার আগেই উজ্জয়িনীর (Ujjain) মহাকাল (Mahakal) জ্যোতির্লিঙ্গ মন্দিরে গিয়ে সস্ত্রীক পুজো দিলেন বিরাট কোহলি (Virat Kohli)। ধুতি, গেঞ্জি, গলায় রুদ্রাক্ষের মালা পরে বিরাট কোহলিকে দেখা গেল মন্দিরের ঠাকুরের মন্দিরের চৌকাঠে বসে। এক নজরে দেখে চেনা যায় না।
আরও পড়ুন: মুম্বই-গুজরাতের ম্যাচ দিয়ে শুরু হচ্ছে ডব্লিউপিএলের আসর