কলকাতা: ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচেও পরাজিত হল ভারতীয় ক্রিকেট দল। ডুরান্ডে নিজেদের প্রথম ম্যাচে ইস্টবেঙ্গলের ড্র। এক নজরে খেলার সারাদিনের সেরা খবর।


ভারতের হার


আশা জাগিয়েও ম্যাচ জিততে পারল না ভারত। আকিল হোসেনের পরিপক্ক ১৬ রানের ইনিংসই ম্যাচে পার্থক্য গড়ে দিল। সাত বল বাকি থাকতেই দুই উইকেটে ম্যাচ জিতে নিল ওয়েস্ট ইন্ডিজ়। ১৫৩ রান তাড়া করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ়ের হয়ে নিকোলাস পুরান অনবদ্য ৬৭ রানের ইনিংস খেলেন। হার্দিক পাণ্ড্য নেন তিন উইকেট, চাহাল নেন দুই উইকেট। এদিন প্রথমে ব্যাট করতে নেমে তিলক ভার্মার ৫১ রানের ইনিংসে ভর করে ভারতীয় দল ২০ ওভারে ১৫২/৭ রান তুলেছিল। আকিল হোসেন, রোমারিও শেপার্ড, আলজারি জোসেফ ওয়েস্ট ইন্ডিজ়ের হয়ে দুইটি করে উইকেট নেন।


ইস্টবেঙ্গলের ড্র


ভাল শুরু করে এগিয়ে যাওয়া সত্ত্বেও শেষ পর্যন্ত ইস্টবেঙ্গলের (East Bengal) না জিতে মাঠ ছাড়ার দৃশ্য গত মরশুমে অনেকবার দেখা গিয়েছিল। মরশুম বদলেছে, কোচ বদলেছে, দলের খোলনলচেও পাল্টেছে। কিন্তু তাদের এই অভ্যাসে বদল আসেনি ছিটে ফোঁটাও।


রবিবার সন্ধ্যায় যুবভারতী ক্রীড়াঙ্গনে ডুরান্ড কাপের (Durand Cup 2023) ম্যাচে দেখা গেল সেই একই দৃশ্য। যা গত মরশুমে দেখা গিয়েছে অনেকবার। বাংলাদেশ সেনাবাহিনী., যাদের তিন দিন আগে পাঁচ গোল দিয়েছিল মোহনবাগান এসজি, তাদের বিরুদ্ধে ৮৮ মিনিট পর্যন্ত ২-০-য় এগিয়ে ছিল ইস্টবেঙ্গল এফসি। প্রথমার্ধে যথাক্রমে ৩৪ ও ৪৯তম মিনিটে দুই বিদেশি সল ক্রেসপো ও হাভিয়ের সিভেরিয়ো গোল করে দলকে জয়ের দোরগোড়ায় পৌঁছে দেন।


দ্বিতীয়ার্ধের মাঝামাঝি ডিফেন্ডার নিশু কুমার লাল কার্ড দেখায় দশ জনে খেলতে হয় লাল-হলুদ বাহিনীকে।  শেষ বেলায় একসঙ্গে একাধিক খেলোয়াড় বদল করে তারা। কিন্তু ম্যাচের শেষ দশ মিনিটে অদ্ভূতভাবে জয়ের স্বস্তি ঢুকে পড়ে লাল-হলুদ শিবিরে। ফুটবলারদের মধ্যে চলে আসা গা-ছাড়া ভাবও ছিল স্পষ্ট। তাদের এই দুর্বলতাকে কাজে লাগিয়েই শেষ আট মিনিটের মধ্যে পরপর দু'টি গোল করে ম্যাচ ড্র করে মাঠ ছাড়ে বাংলাদেশ আর্মি (Bangladesh Army)। ৮৮ মিনিটে শাহরিয়র ইমন ও ৯৬ মিনিটের মাথায় মিরাজ প্রধান গোল করে ইস্টবেঙ্গলের অবধারিত জয় রুখে দেন। সারা ম্যাচে দুর্দান্ত খেলে ৬৫ শতাংশ বল পজেশন নিয়েও শেষ পর্যন্ত জয়ের হাসি নিয়ে মাঠ ছাড়তে পারল না তারা।  


বিশ্বকাপে খেলার অনুমতি পেলেন বাবররা


এ বারের ৫০ ওভারের বিশ্বকাপের আসর বসবে ভারতে। প্রথমবার গোটা টুর্নামেন্টটিই ভারতে আয়োজিত হবে। এই বিশ্বকাপে পাকিস্তান ক্রিকেট দলের অংশগ্রহণ করা নিয়ে দীর্ঘদিন ধরেই টালবাহানা চলছিল। তবে অবশেষে সেই সমস্যার সমাধান হল। তবে পাকিস্তান সরকার রবিবার, ৬ অগাস্ট জানিয়ে দিল তাঁরা পাকিস্তান দলকে ভারতে খেলতে পাঠাবে।


প্রণয়ের হার


 লড়েও অস্ট্রেলিয়ান ওপেন ব্য়াডমিন্টন (Australian Open Badminton 2023) ফাইনালে হেরে গেলেন এইচ এস প্রণয় (HS Prannoy)। রানার্স আপ হয়েই সন্তুষ্ট থাকতে হল তাঁকে। তিনি হেরে গেলেন চিনের প্রতিদ্বন্দ্বী ওয়েং হং ইয়াংয়ের বিরুদ্ধে। খেলার ফল চিনের ব্যাডমিন্টন তারকার পক্ষে ২১-৯, ২১-২৩, ২২-২০। গোটা টুর্নামেন্টে দুরন্ত ছন্দে ছিলেন ভারতীয় শাটলার। ফাইনালেও তিনি চমক দেখাবেন এমনই আশা ছিল। কিন্তু শেষ পর্যন্ত রানার্স আপ হয়েই সন্তুষ্ট থাকতে হল প্রণয়কে। শেষ গেমে একসময় ১৯-১৪ ব্যবধানে এগিয়ে ছিলেন ভারতীয় ব্যাডমিন্টন তারকা। কিন্তু চিনের প্রতিযোগী দ্রুত ম্যাচে ফিরে আসেন। 


সেমিফাইনালে স্বদেশীয় পি রাজাওয়াতকে স্ট্রেট সেটে হারিয়ে দিয়েছিলেন প্রণয়। সেই খেলার ফল ছিল প্রণয়ের পক্ষে ২১-১৮, ২১-১২। চলতি বছর মালয়েশিয়া ওপেনের ফাইনালেও চিনের উয়েংয়ের কাছে হেরেছিলেন কেরলের ৩১ বছরের তারকা শাটলার।


১৩ বছরেই বাইক রাইডারের মৃত্যু


বাইক রাইডিং (Bike Riding) ছোট থেকেই ভালবাসা ছিল। কিন্তু সেই ভালবাসাই যে তাঁর অকাল প্রয়াণের কারণ হয়ে দাঁড়াবে তা কে জানত। বয়স মাত্র ১৩। আর এই বয়সেই মৃত্যুর কোলে ঢলে পড়ল দেশের প্রতিভাবান বাইক রাইডার কোপ্পারাম শ্রেয়স হরিশ (Shreyas Hareesh Dies)। চেন্নাইয়ের মাদ্রাজ মোটর স্পোর্টস আয়োজন করেছিল এক প্রতিযোগিতা। সেখানেই এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে যায়। 


স্তিমাচের অনুরোধ


সাম্প্রতিক সময়ে ভারতীয় ফুটবল দল (Indian Football Team) একের পর এক, তিন টুর্নামেন্ট জিতেছে। এই সাফল্যের সুবাদেই ফিফা ব়্যাঙ্কিংয়ে ১০০-র মধ্যে ঢুকে পড়েছে ব্লু টাইগার্সরা। ধারাবাহিক পারফরম্যান্সের সুবাদেই মিলেছে এশিয়ান গেমসে খেলার সুযোগও। জাতীয় দল যাতে আরও উন্নতি করতে পারে, সেই কথা মাথায় রেখেই আইএসএলের (ISL) ক্লাবগুলির উদ্দেশে সোশ্যাল মিডিয়া মারফৎ বিশেষ অনুরোধ জানালেন ভারতীয় সিনিয়র দলের কোচ ইগর স্তিমাচ (Igor Stimac)।


সামনেই এশিয়ান গেমসের পাশাপাশি এএফসি অনূর্ধ্ব ২৩ কোয়ালিফায়ার, বিশ্বকাপ কোয়ালিফায়ার, এএফসি এশিয়ান কাপের মতো টুর্নামেন্ট রয়েছে। সেই কারণেই আইএসএলের ক্লাবগুলিকে তাদের দলের খেলোয়াড়দের জাতীয় দলের ক্যাম্পের জন্য ছেড়ে দেওয়ার অনুরোধ করেছেন স্তিমাচ


আরও পড়ুন: এই মাঠেই রেকর্ড গড়েছেন গাওস্কর, কপিল, সচিন, নরেন্দ্র মোদি স্টেডিয়াম যেন ক্রিকেটের কলোসিয়াম