নয়াদিল্লি: বক্সিং বিশ্ব চ্যাম্পিয়নশিপে পদকজয়ী দুই বক্সার অমিত পঙ্গহল ও মণীশ কৌশিককে সংবর্ধনা দিল কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রক। পাশাপাশি কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী কিরেণ রিজিজু বক্সার অমিতকে ১৪ লক্ষ ও কৌশিককে ৮ লক্ষ টাকা পুরস্কার হিসাবে দিলেন।
রাশিয়ায় পুরুষদের বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে ৫২ কেজি বিভাগে রুপো জেতেন অমিত। ৬৩ কেজি বিভাগে ব্রোঞ্জ জেতেন কৌশিক। প্রথম ভারতীয় বক্সার হিসাবে বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছিলেন অমিত। ২০১৮ সালে এশিয়ান গেমস ও ২০১৯ সালে এশীয় চ্যাম্পিয়নশিপে সোনা জিতেছিলেন অমিত। পাশাপাশি ২০১৮ সালে কমনওয়েলথ গেমসে জিতেছিলেন রুপো। ২৩ বছর বয়সী কৌশিক বিশ্ব চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে শীর্ষবাছাই অ্যান্ডি ক্রুজ গোমেজের কাছে হেরে যান।
রিজিজু বলেছেন, ‘বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে ভারতের এ যাবৎ সেরা ফল হওয়ায় আমি গর্বিত। বক্সিংয়ে ভারতের ভবিষ্যৎ উজ্জ্বল। এমনকী, যে সমস্ত বক্সাররা কোয়ার্টার ফাইনাল পর্যন্ত পৌঁছেছে তাদেরও অভিনন্দন জানাতে চাই।’ কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী যোগ করেছেন, ‘এটা অলিম্পিক্সের বছর। এবং এই পদকগুলো থেকে প্রমাণ পাওয়া যায় যে, ২০২০ টোকিও অলিম্পিক্সের প্রস্তুতি খুব ভাল হচ্ছে। টোকিওর জন্য যাঁরা প্রস্তুতি নিচ্ছেন, সেই সমস্ত অ্যাথলিটদের আশ্বস্ত করতে চাই, আমরা সবরকমভাবে পাশে থাকব। সবরকম সাহায্য করব।’
বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে পদকজয়ী পঙ্গহল ও কৌশিককে আর্থিক পুরস্কার ক্রীড়ামন্ত্রী রিজিজুর
Web Desk, ABP Ananda
Updated at:
23 Sep 2019 09:05 PM (IST)
রাশিয়ায় পুরুষদের বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে ৫২ কেজি বিভাগে রুপো জেতেন অমিত। ৬৩ কেজি বিভাগে ব্রোঞ্জ জেতেন কৌশিক
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -