বিলাসপুর: এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে রবিবার পাকিস্তানের মুখোমুখি হচ্ছে ভারত। দু দেশের সাম্প্রতিক সম্পর্কের পরিপ্রেক্ষিতে এই ম্যাচ নিয়ে উত্তেজনা চরমে পৌঁছে যাওয়ার সম্ভাবনা যথেষ্ট। খেলোয়াড়রাও মাঠে নামার আগে স্নায়ুর চাপে ভুগতে পারেন। সেই কথা মাথায় রেখেই দলকে শান্ত রাখার উদ্যোগ নিলেন ভারতের অধিনায়ক পি আর শ্রীজেশ। তিনি বলেছেন, ‘পাকিস্তান এই প্রতিযোগিতার আরও একটি দল। এছাড়া আর কিছু নয়। এই মুহূর্তে আমরা শনিবার দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে ম্যাচ থেকে ৩ পয়েন্ট পাওয়ার কথাই ভাবছি।’
বৃহস্পতিবার প্রথম ম্যাচে জাপানকে ১০ গোল দিয়েছে ভারত। একাই ৬ গোল করেছেন রুপিন্দর পাল সিংহ। শনিবার ও রবিবার পরপর দু দিন দুটি কঠিন ম্যাচ খেলতে হবে শ্রীজেশদের। সেই কারণেই সতর্ক ভারতের অধিনায়ক। পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচের আগে দলকে চাপমুক্ত রাখতে চাইছেন তিনি। শ্রীজেশ বলেছেন, ‘দেশের মানুষের প্রত্যাশার চাপ পড়তে পারে খেলোয়াড়দের উপর। সেই কারণে দলের সবাইকে সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। আমরা চাই সব খেলোয়াড় শুধু ম্যাচে মন দিক।’
২০১১ সালে প্রথম এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। ২০১২ ও ২০১৩ সালের প্রতিযোগিতায় অবশ্য পাকিস্তান চ্যাম্পিয়ন হয়েছে। এবারের প্রতিযোগিতার আগে উরি হামলা দু দলের লড়াইয়ে অন্য মাত্রা যোগ করেছে। সেপ্টেম্বরে এই জঙ্গি হামলার কিছুদিন পরেই শ্রীজেশ বলেছিলেন, ‘ভারত-পাকিস্তান ম্যাচ মানেই সবসময় উত্তেজনা থাকে। আমরা ১০০ শতাংশ দিতে তৈরি। সীমান্তে যখন সেনারা গুলির লড়াইয়ে প্রাণ বিসর্জন দিচ্ছেন, তখন হেরে গিয়ে আমরা তাঁদের হতাশ করতে চাই না।’ এখন অবশ্য শ্রীজেশের মনোভাব বদলে গিয়েছে। তিনি মাঠে নামার আগে দলকে চাপে ফেলতে চাইছেন না।
পাক ম্যাচের আগে দলকে শান্ত রাখতে চাইছেন শ্রীজেশ
Web Desk, ABP Ananda
Updated at:
21 Oct 2016 09:13 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -