দুবাই: আইপিএল-এ দীর্ঘদিন পর ফের বিস্ফোরক ইনিংস বাংলার উইকেটকিপার-ব্যাটসম্যান ঋদ্ধিমান সাহার। একাদশীর সন্ধেবেলা দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ওপেন করতে নেমে তিনি করলেন ৪৫ বলে ৮৭ রান। এই ইনিংসে ছিল ১২টি বাউন্ডারি ও দু’টি ছক্কা। পাশাপাশি দুর্দান্ত বোলিং করলেন আফগানিস্তানের লেগ-স্পিনার রশিদ খান। তিনি ৪ ওভার বোলিং করে মাত্র ৭ রান দিয়ে নিলেন ৩ উইকেট। মূলত এই দুই ক্রিকেটারের অসামান্য পারফরম্যান্সের সুবাদে দিল্লিকে ৮৮ রানে হারিয়ে দিল সানরাইজার্স হায়দরাবাদ। এই জয়ের ফলে ১২ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে ৬ নম্বরে উঠে এলেন ঋদ্ধিমানরা। অন্যদিকে, ১২ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে ৩ নম্বরে দিল্লি।


এদিন হায়দরাবাদের হয়ে ওপেন করতে নামেন অধিনায়ক ডেভিড ওয়ার্নার (৬৬) ও ঋদ্ধিমান। তাঁরা দু’জনেই শুরু থেকে ঝড়ের গতিতে রান তুলতে থাকেন। ওপেনিং জুটিতে যোগ হয় ১০৭ রান। এরপর তিন নম্বরে নামা মণীশ পাণ্ডে ৪৪ রান করে অপরাজিত থাকেন। কেন উইলিয়ামসন ১১ রান করে অপরাজিত থাকেন। ২ উইকেটে ২১৯ রান করে হায়দরাবাদ।

রান তাড়া করতে নেমে তৃতীয় বলেই শিখর ধবনের (০) উইকেট হারায় দিল্লি। দ্বিতীয় ওভারের শেষ বলে ফিরে যান মার্কাস স্টোইনিসও (৫)। অজিঙ্কা রাহানে ২৬, শিমরন হেটমায়ার ১৬ রান করেন। অধিনায়ক শ্রেয়স আয়ার করেন মাত্র ৭ রান। অক্ষর পটেল (১), কাগিসো রাবাডা (৩), রবিচন্দ্রন অশ্বিন (৭), অ্যানরিখ নর্তিয়েরাও (১) রান পাননি। কিছুটা লড়াই করেন ঋষভ পন্থ (৩৬)। ৯ বলে ২০ রান করে অপরাজিত থাকেন তুষার দেশপাণ্ডে।

রশিদের ৩ উইকেটের পাশাপাশি হায়দরাবাদের হয়ে জোড়া উইকেট নেন সন্দীপ শর্মা ও টি নটরাজন। একটি করে উইকেট নেন শাহবাজ নাদিম, জেসন হোল্ডার ও বিজয় শঙ্কর।