শারজা: মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে সানরাইজার্স হায়দরাবাদের ম্যাচ। কিন্তু আসলে হায়দরাবাদের বিরুদ্ধে কলকাতা নাইট রাইডার্সের লড়াই। কারণ, এই ম্যাচ থেকে মুম্বইয়ের কিছু পাওয়ার নেই, হারানোরও কিছু নেই। রোহিত শর্মার দল পয়েন্ট তালিকার শীর্ষে থেকে আগেই প্লে-অফে জায়গা করে নিয়েছে। ফলে আজ মুম্বই হারলেও কিছু যায়-আসে না। কিন্তু কলকাতার স্বার্থে মুম্বইয়ের জেতা জরুরি। আজ হায়দরাবাদ জিতলে ইয়ন মর্গ্যানের দলের প্লে-অফে যাওয়া হবে না। ফলে এই ম্যাচের দিকে তাকিয়ে কেকেআর শিবির।


এই গুরুত্বপূর্ণ ম্যাচে টসে জিতে প্রথমে মুম্বইকে ব্যাট করতে পাঠান হায়দরাবাদের অধিনায়ক ডেভিড ওয়ার্নার। মুম্বইয়ের ইনিংসের শুরুটা ভাল হয়নি। তৃতীয় ওভারেই ফিরে যান অধিনায়ক রোহিত। তিনি মাত্র ৪ রান করেন। মুম্বইয়ের কোনও ব্যাটসম্যানই এদিন বড় রান পাননি। কুইন্টন ডি কক ২৫, সূর্যকুমার যাদব ৩৬, ঈশান কিষাণ ৩৩, ক্রুণাল পাণ্ড্য ০, সৌরভ তিওয়ারি ১ রান করেন। শেষদিকে অবশ্য ভাল ব্যাটিং করেন কাইরন পোলার্ড। তিনি করেন ৪১ রান। জেমস প্যাটিনসন ৪ ও ধবল কুলকার্ণি ৩ রান করে অপরাজিত থাকে। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৪৯ রান করে মুম্বই।

হায়দরাবাদের হয়ে ৩ উইকেট নেন সন্দীপ শর্মা। জোড়া উইকেট নেন জেসন হোল্ডার ও শাহবাজ নাদিম। একটি উইকেট নেন রশিদ খান।