কলম্বো: দেশে পেট্রোল, ডিজেলের বিশাল ঘাটতি, প্রতিদিন খাবার জুটাতে গিয়ে নাজেহাল অবস্থা জনগণের। ১৯৪৮ সালে স্বাধীনতা লাভের পর থেকে শ্রীলঙ্কার (Sri Lanka) এমন দশা আগে কখনও হয়নি। প্রবল অর্থনৈতিক সঙ্কটের মধ্যে দিয়ে যাচ্ছে ভারতের পড়শি দেশ।


দ্বীপরাষ্ট্রে জ্বালানি সমস্যা এতটাই প্রবল যে জাতীয় দলে নিয়মত খেলা তারকা ক্রিকেটার তার জেরে ঠিক মতো অনুশীলনেই যেতে পারছেন না। এ বারের আইপিএলে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) দলের সদস্য চামিকা করুণারত্নের (Chamika Karunaratne) অবস্থাটা ঠিক এমনই। বাকি জনগণের মতো তিনিও দীর্ঘ দুইদিন ধরে কলম্বো পেট্রোল ভরানোর জন্য লাইনে দাঁড়িয়ে অবশেষে গাড়িতে পেট্রোল পেলেন। এই শ্রীলঙ্কাতেই এখনও অবধি এশিয়া কাপের আসর বসার কথা রয়েছে। কিছুদিনেই শুরু হবে দেশের টি-টোয়েন্টি লিগও। তার আগে পেট্রোলের ঘাটতির জেরে ঠিকমতো অনুশীলনেই যেতে পারছেন না চামিকা।


অনুশীলনে যাওয়া নিয়ে চিন্তা


শ্রীলঙ্কান অলাউন্ডার বলেন. 'ভাগ্যবশত লম্বা লাইনে দুই দিন ধরে দাঁড়িয়ে থাকার পর অবশেষে অবশেষে জ্বালানি পেলাম। এই বিশাল জ্বালানির ঘাটতির জেরে আমি অনুশীলনেও যেতে পারছি না। এশিয়া কাপ (Asia Cup 2022) এবং এলপিএল (লঙ্কা প্রিমিয়ার লিগ), দুটোই কয়েকদিন পরেই অনুষ্ঠিত হবে। আমায় তো অনুশীলনের জন্য বিভিন্ন জায়গায় যেতে হবে। আমি দুই দিন ধরে কোথাও যেতেই পারিনি কারণ আমায় এই লম্বা লাইনে জ্বালানির জন্য দাঁড়িয়ে থাকতে হয়েছে। আজ অবশেষে পেয়েছি বটে, কিন্তু যে পরিমাণ জ্বালানি পেয়েছি. তাতে বড় জোর দুই থেকে তিন দিন কাজ চলবে।'


এশিয়া কাপ আয়োজনে সমস্যা নেই


তবে দেশে এমন ভয়ানক পরিস্থিতি সত্ত্বেও এশিয়া কাপ আয়োজনে কোনও অসুবিধা হবে না বলেই মনে করছেন লঙ্কান তারকা। সদ্য শেষ হওয়া অস্ট্রেলিয়া সিরিজের উদাহরণ দিয়ে চামিকা বলেন, 'আমি এশিয়া কাপের আয়োজন করতে প্রস্তুত এবং আমার মতে এমন একটা বড় টুর্নামেন্টের জন্য গোটা দেশ মিলে যথেষ্ট পরিমাণ জ্বালানি প্রদান করতে পারবে। আমরা তো অস্ট্রেলিয়ার বিরুদ্ধেও সিরিজ খেলেছি, সেখানে তো সমস্যা হয়নি। এশিয়া কাপেও সমস্যা হবে না। তার জন্য আমরা কিন্তু প্রস্তুতি শুরুও করে দিয়েছি।'  তবে শেষ পর্যন্ত আদৌ এশিয়া কাপ শ্রীলঙ্কায় আয়োজিত হবে কি না, সেই নিয়ে কিন্তু যথেষ্ট সন্দেহ রয়েছে।


আরও পড়ুন: ''আমি জানি কেমন অনুভূতি হয় এই সময়..'' আবার বিরাটের সমর্থনে মুখ খুললেন বাবর