মেলবোর্ন: টানটান উত্তেজনার মধ্যে শেষ বলে চার মেরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টি-২০ ম্যাচে শ্রীলঙ্কাকে জেতালেন চামারা কাপুগেদেরা। মেলবোর্নে এই ম্যাচ জেতার ফলে অস্ট্রেলিয়ার মাটিতে টানা চারটি টি-২০ ম্যাচে অপরাজিত শ্রীলঙ্কা। এই ম্যাচে প্রথমে ব্যাট করে ৬ উইকেটে ১৬৮ রান করে অস্ট্রেলিয়া। অ্যারন ফিঞ্চ ৪৩, মাইকেল ক্লিঞ্জার ৩৮ এবং ট্রেভিস হেড ৩১ রান করেন। লসিত মালিঙ্গা ২৯ রান দিয়ে ২ উইকেট নেন। রান তাড়া করতে নেমে শুরুতেই ওপেনার উপুল থরঙ্গার (০) উইকেট হারায় শ্রীলঙ্কা। নিরোশন ডিকওয়েলা (৩০) ও দিলশন মুনাবীরা (৪৪) দলের হাল ধরেন। আসেলা গুণরত্নেও (৫২) ভাল ব্যাটিং করেন। তবে শেষ বলে চার মেরে নায়ক কাপুগেদেরা।