ওয়াশিংটন: মার্কিনগামী বিমানের মধ্যে মাঝ-আকাশে পাশে বসা মহিলা সহযাত্রীর শ্লীলতাহানির ঘটনায় দোষী সাব্যস্ত হল এক ভারতীয়।


অভিযোগ, ৫৮ বছরের বীরভদ্ররাও কুনম নামে ওই ভারতীয় গত বছর লস অ্যাঞ্জলস থেকে নিউজার্সি গামী ভার্জিন আমেরিকা বিমানে এক সহযাত্রীর শ্লীলতাহানি করে।


ঘটনাটি ঘটে গত বছর ৩০ জুলাই। মহিলার অভিযোগের ভিত্তিতে বিমানটি নিউআর্কে পৌঁছনোর পর বিশাখাপত্তনমের বাসিন্দা কুনমকে গ্রেফতার করা হয়। তাকে হেফাজতে নেই এফবিআই।


জানা গিয়েছে, আগামী ২২ তারিখ সাজা ঘোষণা হতে পারে। কুনমের ৩০ থেকে ৬০ দিন পর্যন্ত জেল হতে পারে এবং আরও ৯০ দিন রিহ্যাব সেন্টারে থাকতে হতে পারে।


ঘটনায় প্রকাশ, ফ্লাইটে অভিযোগকারিণী মহিলা মাঝের সিটে বসেছিলেন। তাঁর দাবি, তিনি ফ্লাইটের মধ্যে তিনি ঘুমিয়ে পড়েন। এমন সময় অভিযুক্ত তাঁর শরীরে অশোভনভাবে হাত দেয়।


মহিলা জেগে উঠে চিৎকার করে তাঁর সঙ্গে থাকা পুরুষসঙ্গীকে বিষয়টি জানান। অভিযোগ, কুনম বিষয়টি চেপে যাওয়ার জন্য বলে। এমনকী, ওই পুরুষসঙ্গীকে কুনম মদ খাওয়ারও প্রস্তাব দেয়।


কিন্তু, সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে মহিলা গোটা ঘটনা বিমানের ক্রু-কে জানান।