কলম্বো: এশিয়া কাপের সুপার ফোরের প্রথম ম্য়াচে বাংলাদেশের (Bangladesh vs Srilanka) বিরুদ্ধে জয় ছিনিয়ে নিল শ্রীলঙ্কা। শাকিব আল হাসানের দলের বিরুদ্ধে ২১ রানে জয় ছিনিয়ে নিল দাসুন শনাকার দল। প্রথমে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা শিবির বোর্ডে ৯ উইকেট হারিয়ে ২৫৭ রান তুলে নিয়েছিল। জবাবে রান তাড়া করতে নেমে টাইগারদের ইনিংস শেষ হয়ে যায় ২৩৬ রানে। ৯৩ রানের দুর্দান্ত ইনিংস খেলার সুবাদে ম্যাচের সেরা নির্বাচিত হন সমরাবিক্রমা। 


এদিন টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক শাকিব। শ্রীলঙ্কার হয়ে ওপেনে নেমেছিলেন পাথুম নিশাঙ্কা ও দ্বিমুথ করুণারত্নে। দলের ৩৪ রানের মাথায় প্রথম উইকেট হারায় শ্রীলঙ্কা। হাসান মাহমুদের বলে আউট হয়ে ফিরে যান করুণারত্নে। তিনি ১৮ রান করেন। শরিফুলের বলে ৪০ রান করে ফেরেন নিশাঙ্কা। ৬টি বাউন্ডারি ও ১টি ছক্কার সাহায্যে এরপর অর্ধশতরানের ইনিংস খেলেন কুশল মেন্ডিস। তবে লঙ্কা ইনিংসকে মূলত টানেন সমরাবিক্রমা। ৭২ বলে ৯৩ রানের ইনিংস খেলেন তিনি। তাসকিন আহমেদের বলে ৮টি বাউন্ডারি ও ২টো ছক্কা হাঁকিয়ে প্যাভিলিয়নে ফেরেন এই ব্যাটার। অল্পের জন্য শতরান মিস করলেও দলকে দুশোর গণ্ডি পার করে দিতে সাহায্য করেন তিনি। বাংলাদেশের বোলারদের মধ্য়ে ৩টি করে উইকেট নেন তাসকিন আহমেদ ও হাসান মাহমুদ। ২টো উইকেট নেন শরিফুল ইসলাম।


জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই ধারাবাহিকভাবে উইকেট হারাতে থাকে বাংলাদেশ শিবির। মহম্মদ নঈম ও মেহদি হাসান মিরাজ মিলে দলের  স্কোরবোর্ড সচল রাখার চেষ্টা করেন। তবে শাকিবের শিবিরের ২ ওপেনারকেই ফিরিয়ে দেন শনাকা। মেহদি ২৮ রান করেন। নঈম ২১ রানে ফেরেন। বিশ্বকাপের আগে এখনও ফর্মে ফিরতে পারলেন না লিটন দাস। এদিন মাত্র ১৫ রান করেন তিনি। অধিনায়ক শাকিব ৩ রান করে আউট হন। এরপর মুশফিকুর রহিমকে নিয়ে দলকে ভরসা দেওয়ার চেষ্টা করেছিলেন তৌহিদ হৃদয়। মুশফিক ২৯ রান করে শনাকার শিকার হলেও হৃদয় অর্ধশতরানের ইনিংস খেলেন। তবে ৮২ রান করে তিনি থিকসানার বলে লেগবিফোর হতেই বাংলাদেশের সব আশা শেষ হয়ে যায়। শেষ পর্যন্ত ৪৮.১ ওভারে ২৩৬ রানে অল আউট হয়ে যায় বাংলাদেশ। 


আগামীকাল সুপার ফোরের দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে খেলতে নামবে ভারতীয় দল