জিলঙ: টুর্নামেন্টের প্রথম ম্যাচেই নামিবিয়ার বিরুদ্ধে শ্রীলঙ্কার পরাজয় গোটা ক্রিকেটবিশ্বকে চমকে দিয়েছিল। তবে আমিরশাহি ও আজ নেদারল্যান্ডসকে (SL vs NED) হারিয়ে প্রত্যাশামতোই টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 World Cup 2022) সুপার ১২-এ নিজেদের জায়গা পাকা করল এশিয়া কাপজয়ী দল। লঙ্কান দলের জয়ের সৌজন্যে ব্যাট কুশল মেন্ডিস এবং ওয়ানিন্দু হাসারাঙ্গা।


দুরন্ত মেন্ডিস


এদিন টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। ওপেনার পাথুম নিসঙ্কা ১৬ ও ধনঞ্জয় ডি সিলভা প্রথম বলেই শূন্য রানে আউট হলেও, অপর ওপেনার কুশল মেন্ডিস (Kusal Mendis) একদিকে টিকে থেকে শ্রীলঙ্কার ইনিংসকে এগিয়ে নিয়ে যান। মেন্ডিসকে যোগ্য সঙ্গ দেন চরিথ আসালঙ্কা। তৃতীয় উইকেটে মেন্ডিস ও আসালঙ্কা ৬০ রান যোগ করেন। আসালঙ্কা অবশ্য তুলনামূলক মন্থর গতিতে ৩০ বলে ৩১ রানের ইনিংস খেলেন।


ভানুকা রাজাপক্ষের ১৯ রানের ইনিংস ছাড়া আর কোনও লঙ্কান মিডল অর্ডার ব্যাটার দুই অঙ্কের রানও করেননি। শ্রীলঙ্কা নির্ধারিত বিশ ওভারে ছয় উইকেটের বিনিময়ে ১৬২ রান তোলে। মেন্ডিস একাই দলের প্রায় অর্ধেক রান করেন। তিনি ৪৪ বলে ৭৯ রানের একটি স্মরণীয় ইনিংস খেলেন। ডাচদের হয়ে পল ভ্যান ম্যাকেরন ও বাস ডে লিডে দুইটি করে উইকেট নেন। 


 






স্পিনারদের দাপট


১৬৩ রানের লক্ষ্যে নেদারল্যান্ডসের শুরুটাও ভাল হয়নি। ৫০ রানের মধ্যেই তিন উইকেট হারিয়ে ফেলেন ডাচরা। দলের হয়ে শেষ পর্যন্ত কার্যত একা লড়াই করে যান ওপেনার ম্যাক্স ও দউদ। তিনি ৫৩ বলে ৭১ রানে অপরাজিত থাকেন। ও দউদ ছাড়া অধিনায়ক স্কট এডয়ার্ডস ২১ রান করেন। তাছাড়া সিংহভাগ ডাচ ব্যাটাররাই এদিন ব্যর্থ হন। নয় উইকেটের বিনিময়ে ১৪৬ রানেই থেমে যায় নেদারল্যান্ডসের ইনিংস। ১৬ রানে জয় পায় শ্রীলঙ্কা


মূলত লঙ্কান স্পিনাদের দাপটেই এদিন নেদারল্যান্ডস ব্যাটাররা ব্যর্খ হন। ওয়ানিন্দু হাসারাঙ্গা লঙ্কার হয়ে সর্বাধিক তিনটি এবং মাহিশ থিকসানা দুইটি উইকেট নেন। ৭৯ রানের ইনিংসের জন্য কুশল মেন্ডিসকেই ম্যাচ সেরা নির্বাচিত করা হয়। 


আরও পড়ুন: ৭ বছর পর বাংলাদেশ সফরে যাচ্ছে ভারত, ঘোষণা করা হল সূচি