কলম্বো: দক্ষিণ এশিয়ার প্রথম দেশ হিসেবে শ্রীলঙ্কায় ম্যাচ গড়াপেটা ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য হতে চলেছে।। শ্রীলঙ্কার পার্লামেন্টে ‘ক্রীড়াক্ষেত্রে দুর্নীতি দমন সংক্রান্ত’ বিল পাশ হয়ে গিয়েছে। এই আইনে ম্যাচ গড়াপেটার সর্বোচ্চ সাজা ১০ বছরের কারাদণ্ড। শ্রীলঙ্কার ক্রীড়ামন্ত্রী হারিন ফার্নান্ডো গতকাল পার্লামেন্টে এই বিল পেশ করেন। সেটি সমর্থন করেন শ্রীলঙ্কার বিশ্বকাপজয়ী অধিনায়ক তথা বর্তমানে মন্ত্রী অর্জুন রণতুঙ্গা।
শ্রীলঙ্কা সরকার সূত্রে খবর, গেজেট প্রকাশিত না হওয়া পর্যন্ত নতুন এই বিল আইনে পরিণত হবে না। আগামী ১০ দিনের মধ্যে এই প্রক্রিয়া সম্পন্ন হয়ে যাবে বলে আশা করা হচ্ছে। এই বিলে শুধু ম্যাচ গড়াপেটার সঙ্গে যুক্ত থাকলেই নয়, দল বা ম্যাচ সংক্রান্ত গোপন খবর ফাঁস করার জন্যও শাস্তির সংস্থান রাখা হয়েছে। অর্থের বিনিময়ে পিচ কিউরেটর বা আম্পায়াররাও যদি অন্যায় কাজ করেন, তাহলে তাঁদেরও শাস্তি দেওয়া হবে।
শ্রীলঙ্কার পার্লামেন্টে পাশ ক্রীড়াক্ষেত্রে দুর্নীতি দমন সংক্রান্ত বিল, ম্যাচ গড়াপেটার সর্বোচ্চ শাস্তি ১০ বছরের জেল, গোপন খবর ফাঁস করলেও সাজা
Web Desk, ABP Ananda
Updated at:
12 Nov 2019 04:12 PM (IST)
শ্রীলঙ্কা সরকার সূত্রে খবর, গেজেট প্রকাশিত না হওয়া পর্যন্ত নতুন এই বিল আইনে পরিণত হবে না। আগামী ১০ দিনের মধ্যে এই প্রক্রিয়া সম্পন্ন হয়ে যাবে বলে আশা করা হচ্ছে।
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -