কলম্বো: আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন ইসুরু উদানা। বাঁহাতি এই পেস বোলার শ্রীলঙ্কা দলের বোলিং ব্রিগেডের অন্যতম কাণ্ডারি ছিলেন। সম্প্রতি ভারতের বিরুদ্ধে টি-টোয়েন্টি ও ওয়ান ডে আন্তর্জাতিক সিরিজেও দেখা গিয়েছে এই শ্রীলঙ্কার পেসারকে। তবে ঘরোয়া ক্রিকেট খেলতে দেখা যাবে উদানাকে। এমনকী ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেও দেখা যাবে এই লঙ্কা পেস ব্যাটারিকে। 


অগাস্টের শেষ দিকে সিপিএল রয়েছে। সেই টুর্নামেন্টে খেলতে দেখা যাবে উদানাকে। তার আগে আপাতত পরিবারের সঙ্গে বেশি সয়ম কাটাতে চান উদানা। নিজের সোশ্যাল মিডিয়ায় উদানা লিখেছেন, 'ক্রিকেট আমার কাছে বরাবরই ভালবাসার জায়গা ছিল, আছে ও থাকবে। আমি সবসময় চেষ্টা করে গিয়েছি নিজের ১০০ দেওয়ার মাঠে ও মাঠের বাইরে। ক্রিকেটের সম্মান ও দেশের সম্মান আমার কাছে সবসময় প্রাধান্য পেয়ে এসেছে।' তিনি আরও লেখেন যে, 'আমার মনে হয় যে আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর সময় চলে এসেছে আমার। আমি তরুণ ক্রিকেটারদের সুযোগ করে দিতে চাই।' 


২০০৯ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের সময় জাতীয় দলে অভিষেক হয়েছিল উদানার। সেই সময় থেকে এখনও পর্যন্ত ৩৫টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন শ্রীলঙ্কার জার্সিতে। নিজের অভিষেক ম্যাচে ৪৭ রান ব্যাট হাতে করেছিলেন উদানা। এছাড়াও বল হাতে ব্র্যাড হাডিন ও ডেভিড হাসির উইকেট তুলে নিয়েছিলেন। তবে এত বছর আগে অভিষেক হলেও ২০১৭ সাল থেকেই জাতীয় দলে নিয়মিত খেলছিলেন উদানা। ওয়ান ডে ফর্ম্যাটে মোট ২১টি ম্যাচ খেলেছিলেন উদানা। অভিষেক হয়েছিল ২০১২ সালে। 


আইপিএলেও খেলতে দেখা গিয়েছে উদানাকে। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে ২০২০ সালের আইপিএলে খেলেছেন উদানা। ৫০ লক্ষ টাকায় নিলামে উদানাকে দলে নিয়েছিল বিরাটের ফ্র্যাঞ্চাইজি। আরিসিবির হয়ে ১০ ম্যাচে মোট ৮ উইকেট নিয়েছিলেন তিনি। সাদা বলের ২ ফর্ম্যাটেই একটি করে অর্ধশতরান হাঁকিয়েছেন উদানা। ২০১৯ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৪৮ বলে ঝোড়ো ৮৪ রানের ইনিংস খেলেছিলেন উদানা।