গ্রস-আইলেট: ক্রিকেটে ফের বল-বিকৃতির অভিযোগ। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টেস্টে শ্রীলঙ্কার ক্রিকেটারদের বিরুদ্ধে এই অভিযোগ উঠল। গতকাল দ্বিতীয় দিনের শেষেই বল নিয়ে সন্দেহ প্রকাশ করেন দুই আম্পায়ার ইয়ান গোল্ড ও আলিম দার। আজ তৃতীয় দিনের খেলা শুরু হওয়ার আগে তাঁরা বলেন, সংশ্লিষ্ট বলটি ব্যবহার করতে পারবেন না শ্রীলঙ্কার বোলাররা। ওয়েস্ট ইন্ডিজকে পেনাল্টি হিসেবে ৫ রানও দেওয়া হয়। এতে ক্ষুব্ধ হয়ে খেলতে অস্বীকার করে শ্রীলঙ্কা দল। দীর্ঘক্ষণ আলোচনার পর অবশ্য শেষপর্যন্ত তাঁরা মাঠে নামেন।
আজ স্থানীয় সময় অনুযায়ী সকাল ৯.৫৫ মিনিটে খেলা শুরু হওয়ার কথা ছিল। আম্পায়াররা মাঠে নামেন। কিন্তু শ্রীলঙ্কার ক্রিকেটাররা না আসায় তাঁরা ড্রেসিংরুমে ফিরে যান। ম্যাচ রেফারি জাভাগল শ্রীনাথ শ্রীলঙ্কার ক্রিকেটারদের সঙ্গে আলোচনা শুরু করেন। এই আলোচনাতেই বরফ গলে। ১১.৩০ মিনিটে শুরু হয় খেলা।
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে বল-বিকৃতির অভিযোগ, খেলতে অস্বীকার শ্রীলঙ্কার, দীর্ঘ টালবাহানার পর শুরু খেলা
Web Desk, ABP Ananda
Updated at:
16 Jun 2018 09:40 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -