পাকিস্তানে টি-২০ খেলতে শ্রীলঙ্কা ক্রিকেট টিম পাঠাবে নিরাপত্তার হাল আরও খতিয়ে দেখেই
Web Desk, ABP Ananda
Updated at:
21 Sep 2017 08:26 PM (IST)
NEXT
PREV
কলম্বো: আগামী মাসে পাকিস্তানে একটি টি-২০ ম্যাচ খেলতে শ্রীলঙ্কা ক্রিকেট টিম পাঠাবে সেখানকার নিরাপত্তা পরিস্থিতি আরও খতিয়ে দেখার পরই।
সংযুক্ত আরব আমিরশাহি থেকে পাকিস্তানের নিরাপত্তা পরিস্থিতির ওপর তাঁদের কর্তাব্যক্তিরা নজর রাখবেন বলে আজ জানালেন শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের চিফ এক্সিকিউটিভ অ্যাসলে ডি সিলভা। তিনি জানান, চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে ২৯ অক্টোবরের টি-২০ ম্যাচের দু সপ্তাহ আগে লাহোরে একজন কর্মকর্তা পাঠানো হবে।
পাকিস্তানের সঙ্গে শ্রীলঙ্কার দুটি টেস্ট ম্যাচ, পাঁচটি একদিনের আন্তর্জাতিক ম্যাচ, দুটি টি-২০ ম্যাচ হবে আমিরশাহির নিরপেক্ষ মাঠে। তৃতীয় ও শেষ টি-২০ ম্যাচটি হওয়ার কথা লাহোরে।
২০০৯ সালে লাহোরেই সন্ত্রাসবাদী হামলা চালানো হয়েছিল পাকিস্তান খেলতে আসা শ্রীলঙ্কার টিম বাসে। নিহত হন কয়েকজন পাক নিরাপত্তাকর্মী, দুজন শ্রীলঙ্কার ক্রিকেটার। ২০১৫-য় জিম্বাবোয়ের সংক্ষিপ্ত সফর বাদ দিলে সেই থেকে পাকিস্তানে খেলতে যায় না কোনও বিদেশি টিম।
শ্রীলঙ্কার ক্রিকেটার দীনেশ চান্দিমল পাকিস্তানে খেলতে যাওয়ার ব্যাপারে সবার মত নিয়ে এবং আরও আলাপ আলোচনা করেই সিদ্ধান্ত হবে বলে জানান। বলেন, এ মাসেই পাকিস্তানে বিশ্ব একাদশের হয়ে খেলে আসা তাঁর টিমমেট তিসারা পেরেরা সেখানকার নিরাপত্তা পরিস্থিতি ভাল বলে জানিয়েছেন।
কলম্বো: আগামী মাসে পাকিস্তানে একটি টি-২০ ম্যাচ খেলতে শ্রীলঙ্কা ক্রিকেট টিম পাঠাবে সেখানকার নিরাপত্তা পরিস্থিতি আরও খতিয়ে দেখার পরই।
সংযুক্ত আরব আমিরশাহি থেকে পাকিস্তানের নিরাপত্তা পরিস্থিতির ওপর তাঁদের কর্তাব্যক্তিরা নজর রাখবেন বলে আজ জানালেন শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের চিফ এক্সিকিউটিভ অ্যাসলে ডি সিলভা। তিনি জানান, চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে ২৯ অক্টোবরের টি-২০ ম্যাচের দু সপ্তাহ আগে লাহোরে একজন কর্মকর্তা পাঠানো হবে।
পাকিস্তানের সঙ্গে শ্রীলঙ্কার দুটি টেস্ট ম্যাচ, পাঁচটি একদিনের আন্তর্জাতিক ম্যাচ, দুটি টি-২০ ম্যাচ হবে আমিরশাহির নিরপেক্ষ মাঠে। তৃতীয় ও শেষ টি-২০ ম্যাচটি হওয়ার কথা লাহোরে।
২০০৯ সালে লাহোরেই সন্ত্রাসবাদী হামলা চালানো হয়েছিল পাকিস্তান খেলতে আসা শ্রীলঙ্কার টিম বাসে। নিহত হন কয়েকজন পাক নিরাপত্তাকর্মী, দুজন শ্রীলঙ্কার ক্রিকেটার। ২০১৫-য় জিম্বাবোয়ের সংক্ষিপ্ত সফর বাদ দিলে সেই থেকে পাকিস্তানে খেলতে যায় না কোনও বিদেশি টিম।
শ্রীলঙ্কার ক্রিকেটার দীনেশ চান্দিমল পাকিস্তানে খেলতে যাওয়ার ব্যাপারে সবার মত নিয়ে এবং আরও আলাপ আলোচনা করেই সিদ্ধান্ত হবে বলে জানান। বলেন, এ মাসেই পাকিস্তানে বিশ্ব একাদশের হয়ে খেলে আসা তাঁর টিমমেট তিসারা পেরেরা সেখানকার নিরাপত্তা পরিস্থিতি ভাল বলে জানিয়েছেন।
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -