পাকিস্তান সফরে তিনটি করে টি-২০ ও একদিনের ম্যাচ খেলার কথা রয়েছে শ্রীলঙ্কার। তবে এই সফর এখন অনিশ্চিত। লসিথ মালিঙ্গারা পাকিস্তান সফরে না যাওয়ার কথা জানানোর পর পাকিস্তানের মন্ত্রী ফাওয়াদ হুসেন চৌধুরী অভিযোগ করেছিলেন, ভারতের পক্ষ থেকে সংশ্লিষ্ট ক্রিকেটারদের জানানো হয়, পাকিস্তান সফরে গেলে আইপিএল-এ জায়গা হবে না। শ্রীলঙ্কার ক্রীড়ামন্ত্রী হারিন ফার্নান্ডো সেই অভিযোগ খারিজ করে দেন। এবার শ্রীলঙ্কা সরকারই পাকিস্তানে জঙ্গি হামলার সতর্কতা জারি করায় বিষয়টি ঘোরাল হয়ে গেল। জঙ্গি হামলার হুঁশিয়ারি, পাকিস্তান সফরে দল পাঠানোর বিষয়টি পুনর্বিবেচনা করছে শ্রীলঙ্কা
Web Desk, ABP Ananda | 12 Sep 2019 02:13 PM (IST)
চলতি মাসের শেষদিকে পাকিস্তান সফরে যাওয়ার কথা শ্রীলঙ্কার।
কলম্বো: ১০ জন ক্রিকেটার নিরাপত্তা নিয়ে আশঙ্কার কথা জানিয়ে আগেই সরে দাঁড়িয়েছিলেন, এবার শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর দফতর জঙ্গি হামলার হুঁশিয়ারির কথা জানানোর পর পাকিস্তান সফরই অনিশ্চিত হয়ে পড়ল। শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, পাকিস্তান সফরের বিষয়টি পুনর্বিবেচনা করা হচ্ছে। চলতি মাসের শেষদিকে পাকিস্তান সফরে যাওয়ার কথা শ্রীলঙ্কার। তবে শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘জাতীয় দলের প্রস্তাবিত পাকিস্তান সফরের আগে পাকিস্তানের নিরাপত্তা পরিস্থিতি খতিয়ে দেখার বিষয়ে শ্রীলঙ্কা সরকারের সাহায্য চেয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট। প্রধানমন্ত্রীর দফতর থেকে সতর্কবার্তা পেয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট। টেলিযোগাযোগ মন্ত্রক, বিদেশি কর্মসংস্থান মন্ত্রক ও ক্রীড়ামন্ত্রক প্রধানমন্ত্রীর দফতরে এই সতর্কবার্তা পাঠিয়েছে। সেই বার্তায় বলা হয়েছে, পাকিস্তান সফরে জাতীয় দলের উপর হামলার আশঙ্কা রয়েছে। সেই কারণে পাকিস্তান সফরে যাওয়ার আগে শ্রীলঙ্কা ক্রিকেটকে অত্যন্ত সতর্ক থাকতে বলা হয়েছে। নিরাপত্তা পরিস্থিতি খতিয়ে দেখতেও বলা হয়েছে।’