করাচি: পাকিস্তানে টি ২০ সিরিজ খেলার আমন্ত্রণ খারিজ করে দিল শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ড। আগামী সিরিজের শুরুতে লাহোরে দুটি টি ২০ ম্যাচ খেলার জন্য শ্রীলঙ্কা বোর্ডকে আমন্ত্রণ জানিয়েছিল পাক ক্রিকেট বোর্ড (পিসিবি)। চলতি সপ্তাহের গোড়ায় লাহোরে জোড়া আত্মঘাতী হামলার পর সেই আমন্ত্রণ ফিরিয়ে দিয়েছে শ্রীলঙ্কা। পিসিবি চেয়ারম্যান শাহরিয়র খান নিজেই এ কথা জানিয়েছেন।
শাহরিয়র বলেছেন, সম্প্রতি আইসিসির বৈঠকের সময় শ্রীলঙ্কার বোর্ড প্রধানকে লাহোর দুটি টি ২০ ম্যাচ খেলে সিরিজ শুরুর প্রস্তাব তিনি দিয়েছিলেন। তিনি বলেছেন, লাহোরে দুটি ম্যাচ খেলার পর পাকিস্তান সিরিজের বাকি ম্যাচগুলি সংযুক্ত আরব আমিরশাহীতে খেলবে।
এ ব্যাপারে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের প্রধান তাঁকে আশ্বাস দিয়ে বলেছিলেন, বিষয়টি নিয়ে তিনি সরকারের সঙ্গে কথা বলবেন।
কিন্তু লাহোরে জঙ্গি হামলার পর সেই প্রস্তাব সরকারি নাকচ করে দিয়েছে শ্রীলঙ্কা। এই ঘটনায় নিজের ক্ষোভের কথা গোপন করেননি শাহরিয়র। তাঁর দাবি, জঙ্গি হামলার ঘটনা তো সারা বিশ্বেই ঘটে। এরপরও ক্রীড়া প্রতিযোগিতা থেমে থাকে না। নিরাপত্তা অভাবের জন্য শুধুমাত্র পাকিস্তানের দিকে আঙুল তোলা অন্যায় বলেও শাহরিয়র মন্তব্য করেছেন।
উল্লেখ্য, ২০০৯-এর মার্চে লাহোরে জঙ্গি হামলার মুখে পড়েছিল শ্রীলঙ্কার ক্রিকেট দল। তারপর থেকেই প্রথমসারির দলগুলি পাকিস্তান সফরে আসেনি। ফলে পাকিস্তানকে হোম সিরিজগুলি সংযুক্ত আরব আমিরশাহীতে সরিয়ে নিয়ে যেতে হয়েছে।
সম্প্রতি শ্রীলঙ্কার প্রাক্তন ক্রিকেটার কুমার সঙ্গাকারা বলেছেন, ২০০৯-এ পাকিস্তানের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন খেলোয়াড়রা। কিন্তু সেই আপত্তি উড়িয়েই পাকিস্তানে দল পাঠানো হয়েছিল। এই ঘটনার তদন্তও দাবি করেছেন তিনি।
পাকিস্তানে টি ২০ ম্যাচ খেলার আমন্ত্রণ প্রত্যাখ্যান শ্রীলঙ্কার
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
28 Jul 2017 10:59 AM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -