কলম্বো: জীবনের শেষ একদিনের আন্তর্জাতিকেও লসিথ মালিঙ্গা বুঝিয়ে দিলেন, তাঁর ইয়র্কার এখনও ম্যাজিক দেখায়। গতকাল কলম্বোয় বাংলাদেশের বিরুদ্ধে নিজের শেষ বলেও উইকেট তুলে নিলেন তিনি।তিন ম্যাচের সিরিজের শেষ ম্যাচে ৯১ রানে জয় পেয়েছে শ্রীলঙ্কা।
২২৬টি একদিনের আন্তর্জাতিকে ৩৩৮ উইকেট পেয়ে কেরিয়ারে ইতি টানলেন মালিঙ্গা। শেষ বলে তিনি তুলে নিয়েছেন মুস্তাফিজুর রহমানের উইকেট। এদিনই মালিঙ্গা টপকে গেলেন অনিল কুম্বলেকে, ২৭১ ম্যাচে তিনি পান ৩৩৭টি উইকেট।
শ্রীলঙ্কার ৩১৪ রান টার্গেট করে ইনিংস শুরু করে বাংলাদেশ। কিন্তু প্রথমেই মালিঙ্গা তুলে নেন তামিম ইকবাল ও সৌম্য সরকারের উইকেট। তাঁর এই আক্রমণের জেরে ম্যাচে একবারও মাথা তুলতে পারেনি বাংলাদেশ। এরপর নিজের শেষ ওভারে মালিঙ্গা আউট করে দেন মুস্তাফিজুরকে। শ্রীলঙ্কার অধিনায়ক ডিমুথ করুণারত্নে তাঁকে শ্রদ্ধা জানিয়ে বলেছেন, মালিঙ্গা কিংবদন্তী খেলোয়াড়। বহু বছর ধরে শ্রীলঙ্কার সেবা করেছেন তিনি। ... আমরা তাঁকে মিস করব, আশা করি, তিনি টি২০ খেলবেন।
টসে জিতে প্রথমে ব্যাট করতে নামলেও রান পাননি শ্রীলঙ্কার দুই ওপেনার। কিন্তু ৯৭ রানের পার্টনারশিপে ইনিংসের ভিত গড়েন করুণারত্নে ও কুশল পেরেরা। কিন্তু ৩৬ রানে আউট হয়ে যান করুণারত্নে। আসেন কুশল মেন্ডিস, পেরেরা-মেন্ডিস জুটি করেন ১০৬ বলে ১০০ রান। পেরেরার ৯৯ বলে ১১১ রানে ভর করে ৮ উইকেটে ৩১৪ রান করে শ্রীলঙ্কা। উল্টোদিকে সইফুল ইসলাম বাংলাদেশের হয়ে তুলে নেন ৩ উইকেট।
ম্যাজিকের নাম মালিঙ্গা, কেরিয়ারের শেষ ম্যাচে শেষ বলেও তুললেন উইকেট
ABP Ananda, Web Desk
Updated at:
27 Jul 2019 09:51 AM (IST)
২৬টি একদিনের আন্তর্জাতিকে ৩৩৮ উইকেট পেয়ে কেরিয়ারে ইতি টানলেন মালিঙ্গা। শেষ বলে তিনি তুলে নিয়েছেন মুস্তাফিজুর রহমানের উইকেট।
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -