কলম্বো: বিশ্ব একাদশের সফরের মাধ্যমে নিজেদের দেশকে আন্তর্জাতিক ক্রিকেটের জন্য নিরাপদ হিসেবে দেখানোর চেষ্টা করেছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। কিন্তু অন্য দেশের ক্রিকেটাররা যে এখনও পাকিস্তানকে নিরাপদ ভাবছেন না, সেটা শ্রীলঙ্কার ক্রিকেটারদের আচরণেই স্পষ্ট। এ মাসের শেষদিকে ইন্ডিপেন্ডেন্স কাপ খেলতে পাকিস্তান সফরে যাওয়ার কথা রয়েছে শ্রীলঙ্কার। লাহৌরে তিনটি টি-২০ ম্যাচ খেলার কথা দু’দলের। কিন্তু শ্রীলঙ্কার ক্রিকেটাররা জানিয়ে দিয়েছেন, তাঁরা পাকিস্তানে যেতে রাজি নন। এই পরিস্থিতিতে প্রস্তাবিত সফর নিয়ে ভাবছে শ্রীলঙ্কা ক্রিকেট।


সূত্রের খবর, শ্রীলঙ্কা ক্রিকেটের ৪০ জন চুক্তিবদ্ধ ক্রিকেটার চিঠি দিয়েছে জানিয়েছেন, তাঁরা পাকিস্তানে যেতে চান না। এই চিঠি পাওয়ার পরেই ক্রিকেটারদের সঙ্গে কথা বলতে চাইছে শ্রীলঙ্কা ক্রিকেট। আইসিসি-ও লাহৌরের পরিস্থিতির বিষয়ে শ্রীলঙ্কার ক্রিকেটারদের সঙ্গে কথা বলছে। এখন সংযুক্ত আরব আমিরশাহীতে পাকিস্তানের বিরুদ্ধেই দ্বিপাক্ষিক সিরিজ খেলছে শ্রীলঙ্কা। এরপর দু’দলের লাহৌরে যাওয়ার কথা। বিশ্ব একাদশের হয়ে পাকিস্তানে গিয়েছিলেন শ্রীলঙ্কার অলরাউন্ডার থিসারা পেরেরা। তবে তাতেও শ্রীলঙ্কার ক্রিকেটাররা পাকিস্তানে যেতে নারাজ।