কলম্বো: রাজনীতিতে যোগ দেওয়ার জল্পনা উড়িয়ে দিলেন শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ক কুমার সঙ্গাকারা। তিনি বলেছেন, ‘যে গুজব ও জল্পনা চলছে, সেটা থামিয়ে দিতে চাই আমি। সবাইকে জানিয়ে দিচ্ছি, রাজনৈতিক পদের কোনও বাসনা আমার নেই। আমি কোনওদিন রাজনীতিতে যোগ দেব না।’

শ্রীলঙ্কার সংবাদমাধ্যমে খবর প্রচারিত হয়, আগামী বছরের প্রেসিডেন্ট নির্বাচনে লড়াই করার কথা ভাবছেন সঙ্গাকারা। তাঁর সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চলা ইমরান খানের তুলনা শুরু হয়ে যায়। তবে এই প্রাক্তন বাঁহাতি ব্যাটসম্যান স্পষ্ট জানিয়ে দিলেন, তাঁর ইমরানের মতো হওয়ার কোনও ইচ্ছা নেই।

শ্রীলঙ্কার একাধিক প্রাক্তন ক্রিকেটার অবশ্য রাজনীতিতে যোগ দিয়েছেন। ১৯৯৬ সালে বিশ্বকাপজয়ী দলের অধিনায়ক অর্জুন রণতুঙ্গা বর্তমানে মন্ত্রী। সেই দলের তারকা সনৎ জয়সূর্যও প্রতিমন্ত্রী।