চেস্টার-লে-স্ট্রিট: এবার নজরে শ্রীলঙ্কার ফাস্ট বোলার শামিন্দা এরাঙ্গার বোলিং অ্যাকশন। তাঁর বোলিং অ্যাকশন সন্দেহজনক। এমনই রিপোর্ট জমা পড়েছে বলে জানাল আইসিসি। এমনিতেই ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ হেরে বিপাকে শ্রীলঙ্কা। তারওপর শামিন্দাকে ঘিরে তৈরি হওয়া নয়া অনিশ্চয়তা লঙ্কা-শিবিরে উদ্বেগ আরও বাড়িয়ে দিল।


রিভারসাইডে ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট চলাকালে শামিন্দার অ্যাকশন ঘিরে সন্দেহ দানা বাঁধে। আইসিসি-র পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ম্যাচ আধিকারিকদের রিপোর্টে ২৯ বছরের শামিন্দার বোলিং অ্যাকশনের বৈধতা নিয়ে সংশয় প্রকাশ করা হয়েছে। ওই রিপোর্ট শ্রীলঙ্কার টিম ম্যানেজমেন্টের হাতেও তুলে দেওয়া হয়েছে।

রিভারসাইড টেস্টে অবশ্য তেমন কোনও আহামরি পারফরম্যান্স করতে পারেননি শামিন্দা। ইংল্যান্ডের প্রথম ইনিংসে বোলিং ওপেন করে ২৭ ওভারে ১০০ রান দিয়ে কোনও উইকেট পাননি তিনি। ৯ উইকেটে ৪৯৮ রান করে ইনিংস ডিক্লেয়ার করে ইংল্যান্ড।

ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসে মাত্র এক ওভার বোলিং করার সুযোগ পান এই ডান হাতি ফাস্ট বোলার। দ্বিতীয় ইনিংসে জয়ের জন্য মাত্র ৭৯ রান প্রয়োজন ছিল কুকদের।

অ্যাকশন নিয়ে সন্দেহ দেখা দেওয়ায় আইসিসি-র নিয়ম অনুযায়ী শামিন্দাকে আগামী ১৪ দিনের মধ্যে পরীক্ষা দিতে হবে। এর ফল জানার আগে পর্যন্ত তাঁর খেলতে অবশ্য কোনও বাধা নেই। এরফলে আগামী ৯ জুন থেকে লর্ডসে যে তৃতীয় টেস্ট শুরু হবে, তাতে খেলতে পারবেন শামিন্দা। কিন্তু অ্যকশন অবৈধ ঘোষিত হলে ইংল্যান্ডে শ্রীলঙ্কার সফরে সীমিত ওভারের সিরিজ খেলতে পারবেন না তিনি।

২০১১-তে অভিষেক শামিন্দার। এখনও পর্যন্ত ১৮ টেস্টে ৫৩ উইকেট পেয়েছেন তিনি।