কলম্বো: ঘরোয়া ম্যাচে ফিল্ডিং করার সময় মাথায় চোট পেয়ে হাসপাতালে ভর্তি হলেন শ্রীলঙ্কার ক্রিকেটার কৌশল সিলভা। তবে তাঁর চোট গুরুতর নয় বলেই জানা গিয়েছে।


শ্রীলঙ্কার জাতীয় দলের ম্যানেজার চরিত সেনানায়কে জানিয়েছেন, পাল্লিকেলে ঘরোয়া ক্রিকেট ম্যাচ খেলছিলেন টেস্ট দলের ওপেনিং ব্যাটসম্যান কৌশল। এই ম্যাচে বিপক্ষ দলে ছিলেন শ্রীলঙ্কার সহ-অধিনায়ক দীনেশ চাণ্ডিমাল। তাঁর ব্যাট করার সময়ই শর্ট লেগে ফিল্ডিং করছিলেন কৌশল। সেই সময় চাণ্ডিমলের একটি জোরালো সুইপ কৌশলের মাথার পিছন দিকে লাগে। তিনি আঘাত এড়ানোর চেষ্টা করেছিলেন। কিন্তু বল তাঁর মাথায় লাগে।

হাসপাতালে নিয়ে যাওয়ার পর কৌশলের মাথায় স্ক্যান করে কোনও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবেই হাসপাতালে পর্যবেক্ষণে রাখা হয়েছে তাঁকে।

২০১৪-র নভেম্বরে ব্যাট করার সময় মাথায় বল লেগে মৃত্যু হয় অস্ট্রেলিয়ার ব্যাটসম্যান ফিলিপ হিউজসের। এই ঘটনার পর থেকেই অতিরিক্ত প্যাডিং দেওয়া হেলমেট ব্যবহার করছেন ক্রিকেটাররা। কৌশলও এই বিশেষ ধরনের হেলমেট পরেছিলেন। সেই কারণেই তাঁর বড় আঘাত লাগেনি বলে মনে করছেন সেনানায়কে।