রাজকোট: টি২০ ক্রিকেটে প্রথম শতরান করে উল্লসিত বিরাট কোহলি। বললেন, এই কঠিন পিচে শতরান করতে পারব বলে ভাবতে পারিনি। কারণ, পিচ ব্যাটসম্যানদের জন্য সহায়ক ছিল না। হাত খুলে খেলার উপযুক্ত ছিল না উইকেট। তাই এখানে শতরান করতে পেরে ভাল লাগছে।

রবিবার আইপিএল-এর অ্যাওয়ে ম্যাচে গুজরাট লায়ন্সের বিরুদ্ধে ৬৩ বলে শতরান করেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের অধিনায়ক কোহলি। প্রথম ৫০ রান করতে তিনি নেন ৪০ বল। পরের ৫০ করতে কোহলির লাগে মাত্র ২৩ বল। গোটা ইনিংসে ছিল ১১টি বাউন্ডারি এবং একটি ওভার বাউন্ডারি। রান নিতে গিয়ে একবার গোড়ালি মচকে গিয়ে সমস্যায় পড়ে গিয়েছিলেন কোহলি। তবে অসাধারণ ফিটনেসের সৌজন্যে যন্ত্রণা উপেক্ষা করেই শতরান পূরণ করেন আরসিবি অধিনায়ক।

এবারের আইপিএল-এ দুরন্ত ফর্মে আছেন কোহলি। এর আগে তিনি চারটি অর্ধশতরান করেন। দিল্লি ডেয়ারডেভিলসের বিরুদ্ধেও ৭৫ রান করেছিলেন। অবশেষে রাজকোটে কাঙ্খিত শতরান এল।

এর আগে একবার ৯৯ রানের মাথায় রান আউট হয়ে শতরান হারিয়েছিলেন কোহলি। ৯৪ রানে অপরাজিত থাকার অভিজ্ঞতাও রয়েছে তাঁর। তবে সেসব নিয়ে মাথা না ঘামিয়ে গ্যাপে বল পাঠানোর লক্ষ্যেই ব্যাট করে গিয়েছেন বলে জানিয়েছেন কোহলি।

অধিনায়কের শতরানের সুবাদেই প্রথমে ব্যাট করে ২ উইকেটে ১৮০ রান করে আরসিবি। তবে কোহলির দুরন্ত ইনিংসকে ম্লান করে দিয়ে ৬ উইকেটে ম্যাচ জিতে নিয়েছে গুজরাট। দীনেশ কার্তিকের ৩৯ বলে অপরাজিত ৫০, ব্রেন্ডন ম্যাকালামের ৪২, ডোয়েন স্মিথের ৩২ এবং অধিনায়ক সুরেশ রায়নার ২৮ রান গুজরাটকে জয় এনে দিয়েছে।