মুম্বই: টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 World Cup) দরজায় কড়া নাড়ছে। ভারতের দল ঘোষণা হয়ে গিয়েছে। দলে মহম্মদ শামিকে না রাখায় সমালোচনাও হয়েছে বিস্তর। টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের প্রথম একাদশে কারা সুযোগ পাবেন, কেমন হবে এগারো, বিশ্বকাপের সম্প্রচারকারী চ্যানেলে তা নিয়ে নিজেদের মত জানালেন কৃষ্ণমাচারি শ্রীকান্ত ও ইরফান পাঠান।


শ্রীকান্ত বলেছেন, 'ভারত ব্রিসবেন, মেলবোর্ন, সিডনি বা পারথ, যেখানেই খেলুক না কেন, আমার একাদশ একই থাকবে। প্রথম ম্য়াচে কে এল রাহুল ও রোহিত শর্মা ওপেনিংয়ে। তিনে থাকবে বিরাট কোহলি। চার নম্বরে সূর্যকুমার যাদব। হার্দিক পাণ্ড্যকে রাখব পাঁচে। ছয়ে থাকবে ঋষভ পন্থ। সাতে আর অশ্বিন, আটে যুজবেন্দ্র চাহাল। নয়, দশ ও এগারোতে খেলবে ভুবনেশ্বর কুমার, যশপ্রীত বুমরা ও অবশ্যই হর্ষল পটেল।'


সামান্য আলাদা ইরফানের দল। জাতীয় দলের প্রাক্তন অলরাউন্ডার বলেছেন, 'আমি সব সময় মনে করি টুর্নামেন্টের প্রথম ম্যাচে অভিজ্ঞ বোলারদের দরকার। যাদের মধ্যে একজন হবে স্পিনার। শুরু থেকে বললে থাকবে রোহিত, কে এল রাহুল, বিরাট। চার নম্বরে সূর্যকুমার যাদব, পাঁচে দীপক হুডা, ছয় নম্বরে হার্দিক পাণ্ড্য। সাতে দীনেশ কার্তিক। আটে একজন লেগস্পিনারকে রাখব আর সেটা হবে চাহাল। নয় থেকে এগারোয় যশপ্রীত বুমরা, হর্ষল পটেল ও ভুবনেশ্বর কুমার।' তবে টুর্নামেন্টের পরের দিকে অর্শদীপ সিংহকেও খেলানো যেতে পারে বলে মত ইরফানের।



এখন থেকেই হাউজফুল


এশিয়া কাপে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর দ্বৈরথ ঘিরে উন্মাদনার পারদ ছিল তুঙ্গে। এশিয়া কাপে দুই দেশের মুখোমুখি সাক্ষাতের ফল ১-১। গ্রুপ পর্বে ভারত হারিয়েছিল পাকিস্তানকে (Ind vs Pak)। সুপার ফোরে ভারতকে হারিয়েছিল পাকিস্তান। তবে ফাইনালে উঠতে পারেনি ভারত। সুপার ফোর থেকেই ছিটকে গিয়েছিলেন রোহিত শর্মারা। অন্যদিকে বাবর আজমরা ফাইনালে উঠলেও দাসুন শনাকার শ্রীলঙ্কার কাছে হেরে খালি হাতে ফেরেন।


সামনেই টি-টোয়েন্টি বিশ্বকাপ। যে টুর্নামেন্টে ফের একবার মুখোমুখি হতে চলেছে দুই চিরপ্রতিপক্ষ। ২৩ অক্টোবর মেলবোর্নে হবে ভারত-পাকিস্তান দ্বৈরথ। যে ম্যাচকে ঘিরে উন্মাদনা এমন পর্যায়ে পৌঁছেছে যে, সব টিকিট বিক্রি হয়ে গিয়েছে। বৃহস্পতিবার ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা আইসিসি জানিয়েছে, ২৩ অক্টোবর ভারত-পাকিস্তান ম্যাচের সব টিকিট বিক্রি হয়ে গিয়েছে।


আরও পড়ুন: বোর্ডে সৌরভদের মেয়াদবৃদ্ধি হতেই সিএবি-তে নির্বাচনী তোড়জোড়, প্রেসিডেন্ট কি স্নেহাশিস?