ক্রাইস্টচার্চ: নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট খেলতে নেমেছে অস্ট্রেলিয়া (AUS vs NZ)। প্রথম ইনিংসে কিউয়িদের ১৬২ রানে অল আউট করে দিয়েছিল অজি বোলিং অ্যাটাক। জস হ্যাজেলউড একাই ৫ উইকেট তুলে নিয়েছিলেন। একই সঙ্গে তিন উইকেট তুলে নেন অজি পেসার মিচেল স্টার্কও (Mitchell Starc)। আর তার সঙ্গে সঙ্গেই কিংবদন্তি ডেনিস লিলিকে টেক্কা দিয়ে দিলেন স্টার্ক। অস্ট্রেলিয়ার জার্সিতে টেস্টে উইকেট নেওয়ার নিরিখে লিলিকে টেক্কা দিয়ে দিলেন স্টার্ক। দ্বিতীয় টেস্টের প্রথম দিনের শেষে অনেকটাই এগিয়ে অস্ট্রেলিয়া।


ক্রাইস্টচার্চ টেস্টে ৫৯ রান দিয়ে ৩ উইকেট তুলে নিয়েছেন মিচেল স্টার্ক। কিউয়িরা প্রথমে ব্যাটিং করতে নেমে ১৬২ রানে অল আউট হয়ে যায়। লিলি টেস্টে মোট ৩৫৫ উইকেট নিয়েছিলেন অস্ট্রেলিয়ার জার্সিতে। তাঁকে টেক্কা দিয়ে দিলেন স্টার্ক। তাঁর ঝুলিতে এখন ৩৫৭ উইকে। অস্ট্রেলিয়ার হয়ে টেস্টে সর্বাধিক উইকেট শিকারিদের মধ্যে শীর্ষে রয়েছেন শেন ওয়াটসন। তাঁর ঝুলিতে ৭০৮ উইকেট রয়েছে। গ্লেন ম্য়াকগ্রা ৫৬৩ ও নাথান লিঁয় ৫২৭ উইকেট এখনও পর্যন্ত ঝুলিতে পুরেছেন। শুক্রবার জস হ্যাজেলউড ৩১ রানের বিনিময়ে তুলে নেন ৫ উইকেট তুলে নেন। তিনি টেস্টে মোট ২৭১ উইকেট ঝুলিতে পুরেছেন। 


ক্রাইস্টচার্চ টেস্টে টম ল্যাথাম ও উইল ইয়ং ওপেনে নেমেছিলেন। ল্যাথাম ৩৮ রানের ইনিংস খেলেন। ১৪ রান করেন ইয়ং। বিশ্বের এক নম্বর টেস্ট ব্যাটার কেন উইলিয়ামসন ১৭ রান করে প্যাভিলিয়নে ফেরেন। 


এদিকে, ধর্মশালায় ভারত-নিউজিল্যান্ড টেস্টের দ্বিতীয় দিনের শেষেই চালকের আসনে ভারত। ইংল্যান্ডকে প্রথম ইনিংসে ২১৮ রানে অল আউট করে দেওয়ার পর, দ্বিতীয় দিনের শেষে ভারত প্রথম ইনিংসে ৮ উইকেট হারিয়ে বোর্ডে ৪৭৩ রান তুলে নিয়েছে। এখনই ২৫৫ রানের লিড ভারতের।  দ্বিতীয় দিনের শেষে ক্রিজে অপরাজিত দুজনই। ৫৫ বলে ২৭ রান কুলদীপের। বুমরা ব্যাট হাতে ৫৫ বলে ১৯ রান করে ক্রিজে।


শনিবার প্রথম ঘণ্টায় কুলদীপ ও বুমরা যদি টিকে যান, তবে ভারতের স্কোর পাঁচশোর গণ্ডি পেরিয়ে যেতে পারে। সেক্ষেত্রে কিন্তু ইংল্যান্ডের পক্ষে ম্য়াচ বাঁচানো সত্য়িই মুশকিল হয়ে যাবে। প্রথম দিনেই যেভাবে কুলদীপ ও অশ্বিনের ভেল্কির জাদুতে কুপােকাত হয়েছিল ইংল্যান্ডের ব্যাটিং লাইন আপ। তাতে তৃতীয়, চতুর্থ ও পঞ্চম দিনে যে স্পিন আরও বেশি করে সমস্যায় ফেলবে স্টোকস বাহিনীকে, তা বলাই বাহুল্য।