স্টার্কের বদলি কে, তা কলকাতা নাইট রাইডার্সের ঘোষণার আগেই জানা গেল
ভারতে এখনও পর্যন্ত কোনও ম্যাচ খেলেননি এই ডানহাতি ফাস্ট বোলার।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appস্টার্কের বিকল্প হিসেবে দক্ষিণ আফ্রিকার ফাস্ট বোলার জুনিয়র ডাকা এবং কাইল অ্যাবটের নামও বিবেচনায় ছিল। কিন্তু তাঁদের টপকে পছন্দের প্রথমে চলে আসেন কুরান। সম্ভবত চলতি ফর্ম ও অভিজ্ঞতার নিরিখেই তাঁকে নেওয়া হয়েছে।
কেকেআর তাঁকে আইপিএলে পাবে। কিন্তু এতে সারে-র ক্ষতি হবে। কারণ, এই কাউন্টি দলের বোলিংয়ের নেতৃত্বটা তাঁর কাঁধেই রয়েছে।
গত ডিসেম্বরে অ্যাসেজে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্টেও অভিষেক হয়েছে কুরানের। তিনি এখনও পর্যন্ত ইংল্যান্ডের হয়ে দুটি টেস্ট, আট একদিনের ম্যাচ এবং ছয়টি আন্তর্জাতিক টি ২০ ম্যাচ খেলেছেন।
তাঁর পরিবর্ত কুরানের বয়স মাত্র ২৩ হলেও টি ২০-তে তাঁর অভিজ্ঞতা কম নয়। ৫১ টি ২০ ম্যাচে তাঁর সংগ্রহ ৮.২৫ ইকোনমি এবং ২৭.১৬ গড়ে ৫৩ উইকেট।
৯.৪ কোটি টাকা দিয়ে এবার স্টার্ককে কিনেছিল নাইট রাইডার্স। ডান পায়ে চোটের জন্য তিনি এবার আইপিএলে খেলতে পারবেন না।
১ কোটি টাকা দিয়ে ২৩ বছরের এই ডানহাতি ফাস্ট বোলারকে কিনেছে নাইট রাইডার্স।
ইংরেজ কাউন্টির ওয়েবসাইটে খবর অনুযায়ী, কুরান বলেছেন, আইপিএলে নাইট রাইডার্সে খেলার সুযোগ পেয়ে আমি উচ্ছ্বসিত ও রোমাঞ্চিত। আইপিএলে খেলে আমি অনেক কিছু শিখতে পারব। নয়া এই অভিজ্ঞতা সারের কাছে লাভজনক হবে। সেইসঙ্গে এ বছর এবং পরের বছরের বিশ্বকাপের জন্য ইংল্যান্ড দলের হয়ে আমার খেলার সুযোগও বাড়বে।
কলকাতা নাইট রাইডার্সের সিইও ভেঙ্কি মাইসোর জানিয়েছিলেন যে, সমস্ত প্রক্রিয়া পূরণ করার পর সোমবার স্টার্কের বদলি হিসেবে কাকে নেওয়া হবে, তা জানানো হবে। কিন্তু কেকেআরের পছন্দ যে কোনভাবই হোক, আগেই ফাঁস হয়ে গিয়েছে। নাইটদের হয়ে খেলার খবরের সত্যতা স্বীকার করেছেন কুরানও।
স্টার্কের পরিবর্ত হিসেবে কেকেআরে নেওয়া হচ্ছে ইংল্যান্ডের ফাস্ট বোলার টম কুরানকে। একটি ইংকেজ কাউন্টির ওয়েবসাইটে এ কথা জানানো হয়।
চোটের জন্য এবারের আইপিএল থেকে ছিটকে গিয়েছেন অজি পেসার মিচেল স্টার্ক। কিন্তু তার বদলি কে হবেন, তা আইপিএলের গভর্নিং কাউন্সিল বা কলকাতা নাইট রাইডার্সের পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক ঘোষণার আগেই বিস্ময়করভাবে তা ফাঁস হয়ে গেল।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -