✕
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন

পর পর ১৮ টেস্টে অপরাজিত থাকার নজির ভারতের, কিছু আকর্ষণীয় তথ্য ও পরিসংখ্যান

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ   |  20 Dec 2016 09:39 PM (IST)
1

২০১৫-র আগস্ট থেকে চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত টেস্টে অপরাজিত টিম ইন্ডিয়া। এই সময়ে ১৮ টি টেস্টে অপরাজিত থেকে নতুন রেকর্ড গড়ল কোহলির ভারত। এর আগে ১৯৮৫-র সেপ্টেম্বর থেকে ১৯৮৭-র মার্চ পর্যন্ত টানা ১৭ টি টেস্টে অপরাজিত থাকার রেকর্ড ছিল ভারতের।

2

প্রথম ভারতীয় অলরাউন্ডার হিসেবে কোনও একটি টেস্টে অর্ধশতরান ও ১০ টি উইকেট সংগ্রহের নজির গড়লেন জাদেজা।

3

চেন্নাই টেস্টে ইংল্যান্ডকে ইনিংস ও ৭৫ রানে হারিয়ে ৫ ম্যাচের সিরিজ ৪-০ জয়ী হয়েছে ভারত। দেখে নেওয়া যাক কিছু তথ্য-পরিসংখ্যান ও রেকর্ড।

4

ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজে ২৫.৮৪ গড়ে ২৬ টি উইকেট নিয়েছেন জাদেজা। কপিল দেব, ভিনু মানকড় ও রবিচন্দ্রন অশ্বিনের পর চতুর্থ ভারতীয় অলরাউন্ডার হিসেবে কোনও সিরিজে ২০০ রান ও ২০-র বেশি উইকেট সংগ্রহের কৃত্বিত্বের অধিকারী হলেন তিনি।

5

চেন্নাই টেস্টে ইংল্যান্ডের বিরুদ্ধে রেকর্ড ব্যবধানে জিতল ভারত। এর আগে ২০০২-এ লিডসে ভারত ইনিংস ও ৪৬ রানে জয়ী হয়েছিল ভারত।এখনও পর্যন্ত ইংল্যান্ডের বিরুদ্ধে ছটি টেস্ট ইনিংসের ব্যবধানে জয়ী হল ভারত।

6

চেন্নাই টেস্টে ৪৮ রানে ৭ উইকেট নিয়েছেন রবীন্দ্র জাদেজা। এটাই টেস্টে তাঁর সেরা পারফরম্যান্স। এর আগে তাঁর সেরা পারফরম্যান্স ছিল ডারবানে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ১৩৮ রানে ৬ উইকেট। এই নিয়ে ছয়বার টেস্টে একটি ইনিংসে পাঁচ বা তার বেশি উইকেট পেয়েছেন তিনি। কোনও টেস্টে দুটি ইনিংস মিলিয়ে এই প্রথম ১০ উইকেট পেলেন তিনি।

7

চলতি বছর ১২ টেস্ট খেলে ৯ টি জয়ী হয়েছে ভারত। ড্র ৩ টি টেস্ট। এর আগে ২০১০-এ ১৪ টি ম্যাচের মধ্যে ৮ টিতে জয়ী হয়েছিল ভারত। হেরেছিল তিনটি টেস্টে, ড্র হয়েছিল তিনটি টেস্ট।

8

এই নিয়ে দ্বিতীয়বার ৪-০ টেস্ট সিরিজ জিতল ভারত। এর আগে ২০১২-১৩ তে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একই ব্যবধানে সিরিজ জিতেছিল ভারত।

9

অশ্বিন (৩০৬ রান ও ২৮ উইকেট) ও জাদেজা হলেন প্রথম দুই অলরাউন্ডার যাঁরা একই সিরিজে ২০০ রান ও ২৫ টি করে উইকেট দখলের কৃতিত্ব অর্জন করলেন। বিরাট কোহলি চলতি সিরিজে ১০৯.১৬ গড়ে ৬৫৫ রান করেছেন। তিনি এবারই প্রথম ম্যান অফ দ্য সিরিজ হলেন। এই সিরিজে একমাত্র ব্যাটসম্যান হিসেবে ৫০০ বা তার বেশি রান সংগ্রহ করেছেন।

  • হোম
  • খেলা
  • পর পর ১৮ টেস্টে অপরাজিত থাকার নজির ভারতের, কিছু আকর্ষণীয় তথ্য ও পরিসংখ্যান
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.