অকল্যান্ড: বিশ্বকাপ ট্রফি কোনওদিন জিততে পারেনি নিউজ়িল্যান্ড (New Zealand Cricket Team)। গত বিশ্বকাপের (ODI World Cup) রুদ্ধশ্বাস ফাইনালে ইংল্যান্ডের কাছে হেরে কাপ স্বপ্ন অধরাই থেকে গিয়েছিল কিউয়িদের। এবার ভারতের মাটিতে বিশ্বচ্যাম্পিয়ন হতে মরিয়া নিউজ়িল্যান্ড। তাই কোচিং স্টাফকে আরও শক্তিশালী করল সে দেশের ক্রিকেট বোর্ড।
বিশ্বকাপের আর মাত্র মাস দেড়েক বাকি। তার আগে নিউজ়িল্যান্ডের কোচিং দলে যোগ দিলেন স্টিফেন ফ্লেমিং ও জেমস ফস্টার। সেই সঙ্গে যোগ দিচ্ছেন ইংল্যান্ডের প্রাক্তন তারকা ইয়ান বেল ও পাকিস্তানের কিংবদন্তি সাকলিন মুস্তাক। দেশের বাইরে আগামী চার মাস তাঁরা ব্ল্যাক ক্যাপস শিবিরে থাকবেন।
ফ্লেমিং ও ফস্টারের যোগদানকে বিশেষ তাৎপর্যপূর্ণ মনে করা হচ্ছে। কারণ, দুজনের সঙ্গেই রয়েছে আইপিএলে কোচিংয়ের দীর্ঘ অভিজ্ঞতা। সবচেয়ে বড় কথা, ফ্লেমিংয়ের প্রশিক্ষণে এবারও আইপিএলে চ্যাম্পিয়ন হয়েছেন মহেন্দ্র সিংহ ধোনির চেন্নাই সুপার কিংস। ভারতের পরিবেশ-পরিস্থিতিতে কী কৌশল অবলম্বন করে এগনো উচিত, সাফল্যের মন্ত্র কী হবে, তা নিয়ে ফ্লেমিংয়ের অগাধ অভিজ্ঞতা রয়েছে। সেটাই কাজে লাগাতে চাইছে নিউজ়িল্যান্ড ক্রিকেট বোর্ড।
অন্যদিকে জেমস ফস্টারের ঝুলিতেও রয়েছে আইপিএল অভিজ্ঞতা। কলকাতা নাইট রাইডার্সের কোচিং স্টাফের অন্যতম সদস্য তিনি। আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের ফিল্ডিং কোচ ও সহকারী কোচ ছিলেন ফস্টার। এছাড়া পিএসএল, সিপিএল, বিপিএল, বিবিএল ও আইএল টি-টোয়েন্টিতেও দায়িত্ব সামলেছেন। ২০১৮ সালে নিউজ়িল্যান্ডের সহকারী কোচের ভূমিকায় ছিলেন।
আর ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে কিউইদের সহকারী কোচ করা হয়েছে ইংল্যান্ডের প্রাক্তন ব্যাটার বেলকে। ওয়ান ডে সিরিজ শেষে ব্যাটিং কোচ হিসেবে লিউক রঙ্কির স্থলাভিষিক্ত হবেন তিনি। আর রঙ্কি সেপ্টেম্বরে বাংলাদেশ সফরে প্রধান কোচ হিসেবে নিউজ়িল্যান্ড দলের সঙ্গী হবেন। গ্যারি স্টিড থাকবেন বিশ্রামে। বাংলাদেশে ওই তিন ম্যাচের ওয়ান ডে সিরিজে বেল ও বোলিং কোচ শেন জার্গেনসেনকে সহায়তা করবেন বেল। বর্তমানে তিনি দ্য হান্ড্রেডে বার্মিংহ্যাম ফিনিক্স দলের সহকারী কোচ।
আরও পড়ুন: ৪৯-এই থেমে গেল জীবন, ক্যান্সারে আক্রান্ত হয়ে প্রয়াত হিথ স্ট্রিক
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন