দাড়ি রাখতে চাইছেন স্মিথ। স্ত্রীকে নিজের ইচ্ছের কথাও জানিয়ে রেখেছেন অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক।
বিরাট কোহলি, রবীন্দ্র জাডেজার মতো একাধিক ভারতীয় তারকা দাড়ি রাখছেন অনেকদিন ধরেই। কোহলি ও স্মিথের সঙ্গে একই সঙ্গে যে তারকা ব্যাটসম্যানের নাম উচ্চারিত হয়, নিউজিল্যান্ডের সেই কেন উইলিয়ামসনও দাড়ি-গোঁফ রাখাটা একরকম স্টাইল স্টেটমেন্টে পরিণত করে ফেলেছেন। এবার একই পথে হাঁটতে চলেছেন স্মিথ।
অস্ট্রেলিয়ার চ্যানেল নাইনে স্মিথ বলেছেন, ‘আমি স্ত্রীকে বলেছি যে, এখন আইসোলেশনে আছি আর বেশি লোকজনের সঙ্গে দেখাও হচ্ছে না আর এই সময়টায় দাড়ি রেখে দেখতে চাই। তবে দাড়ি বড় করতে আমার একটু সময় লাগবে। আগে কখনও রাখিনি। দেখা যাক কেমন হয়।’
আইপিএলে স্মিথ খেলেন রাজস্থান রয়্যালসে। সোমবার তাদের তরফ থেকে স্মিথের দাড়ি থাকা অবস্থার চারটি কাল্পনিক ছবি ট্যুইট করা হয়। সেই সঙ্গে ভক্তদের কাছে জানতে চাওয়া হয়, কোনটায় ভাল মানাচ্ছে অজি তারকাকে।
প্রসঙ্গত রবিবার অর্থাৎ ২৯ মার্চ নেতৃত্ব দেওয়ার উপর নিষেধাজ্ঞা উঠে গিয়েছে স্মিথের। ২০১৮ সালে বল বিকৃতি কাণ্ডে জড়়িয়ে আন্তর্জাতিক ক্রিকেট থেকে এক বছরের জন্য নির্বাসিত হয়েছিলেন স্মিথ। সেই সঙ্গে দু বছর দেশকে নেতৃত্ব দিতে পারবেন না বলেও জানিয়ে দিয়েছিল ক্রিকেট অস্ট্রেলিয়া। আপাতত শাস্তিমুক্ত স্মিথ।