নয়াদিল্লি: এবারের অ্যাশেজের চতুর্থ টেস্টের শেষ দিন অপরাজিত শতরান করে নয়া নজির গড়লেন অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভ স্মিথ। তিনি টেস্টে দ্রুততম ২৩ নম্বর শতরান করা ব্যাটসম্যানদের তালিকায় কিংবদন্তী সচিন তেন্ডুলকর ও পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার মহম্মদ ইউসুফকে টপকে গেলেন। ইউসুফ ও সচিন যথাক্রমে ১২২ ও ১২৩ ইনিংসে ২৩-তম শতরান করেছিলেন। স্মিথ মাত্র ১১০টি ইনিংসেই ২৩-তম শতরান করে ফেলেছেন। এই তালিকায় সবার উপরে ডন ব্র্যাডম্যান। তিনি মাত্র ৫৯ ইনিংসে ২৩-তম শতরান করেছিলেন। অপর এক কিংবদন্তী সুনীল গাওস্কর ১০৯ ইনিংসে ২৩-তম শতরান করেন। তিন নম্বরে থাকলেন স্মিথ।
এবারের অ্যাশেজের প্রথম তিনটি টেস্টেই জিতে গিয়েছে অস্ট্রেলিয়া। তবে চতুর্থ টেস্টে দারুণ লড়াই করে ইংল্যান্ড। দলের প্রয়োজনের মুহূর্তে শতরান করে ম্যাচ ড্র করতে সাহায্য করেছেন স্মিথ। তিনি এ বছর টেস্টে অসাধারণ পারফরম্যান্স দেখালেন। ২০১৭ সালে টেস্টে ৭৬.৭৬ গড়ে ১,৩০৫ রান করেছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক। একটি দ্বিশতরান এবং ৬টি শতরানও আছে তাঁর। এর আগে এক বছরে টেস্টে সর্বাধিক ৬টি শতরানের রেকর্ড ছিল অস্ট্রেলিয়ারই প্রাক্তন অধিনায়ক রিকি পন্টিংয়ের। সেই রেকর্ড স্পর্শ করলেন স্মিথ। তিনিই টেস্টের ইতিহাসে প্রথম ব্যাটসম্যান হিসেবে টানা চার বছর ৭০-এর বেশি গড়ে ১,০০০-এর বেশি রান করার নজির গড়লেন।
পিছনে ফেললেন সচিনকে, একাধিক নজির গড়ে বছর শেষ স্মিথের
Web Desk, ABP Ananda
Updated at:
31 Dec 2017 03:29 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -