অ্যাডিলেডে পাকিস্তানের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে মহম্মদ মুসার বলে এক রান নিয়েই নজির গড়লেন স্মিথ। ইমল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার হ্যামন্ড ১৩১ টেস্ট ইনিংসে সাত হাজার রান সম্পূর্ণ করেছিলেন। অস্ট্রেলিয়ার স্মিথ সেই মাইলফলক স্পর্শ করলেন ১২৬ টেস্ট ইনিংসে। ১৩৪ ইনিংসে সাত হাজার রান সম্পূর্ণ করেছিলেন বীরেন্দ্র সহবাগ। ১৩৬ ইনিংসে এই মাইলফলকে পৌঁছেছিলেন সচিন তেন্ডুলকর।
টেস্টে মোট রানের সংখ্যায় কিংবদন্তি ডন ব্র্যাডম্যানকে পেরিয়ে গেলেন স্মিথ। ৫২টি টেস্ট খেলে ব্র্যাডম্যান ৬৯৯৬ রান করেছিলেন। ৭০ টেস্টে সাত হাজারি ক্লাবে ঢুকে পড়লেন স্মিথ। টেস্টে অস্ট্রেলিয়ার সর্বোচ্চ রান সংগ্রহকারীদের তালিকায় তিনি এখন ১১ নম্বরে। তাঁর সামনে এখন গ্রেগ চ্যাপেলের রেকর্ড (৭১১০ রান) ভেঙে দেওয়ার হাতছানি।
শনিবার অ্যাডিলেডে ৩৬ রান করে আউট হন স্মিথ। পাকিস্তানের বিরুদ্ধে প্রথম ইনিংসে ৫৮৯/৩ স্কোরে ডিক্লেয়ার করল অস্ট্রেলিয়া।