মুম্বই: হায়দরাবাদের রঙ্গা রেড্ডি জেলায় যেভাবে এক তরুণী পশু চিকিৎসককে গণধর্ষণের পর পেট্রোল ঢেলে পুড়িয়ে খুন করা হয়েছে, তাতে গোটা দেশ ক্রুদ্ধ, আলোড়িত। বাদ যায়নি বলিউডও। বলি তারকারা সোশ্যাল মিডিয়ায় নিজেদের ক্ষোভ উগরে দিয়েছেন, দাবি করেছেন অপরাধীদের শাস্তি।

ইয়ামি গৌতম লিখেছেন, রাগ, দুঃখ, বিস্ময়... কী করে মেয়েদের ওপর এমন অকল্পনীয় অপরাধ এখনও ঘটে চলেছে! এই রাক্ষসদের কি শাস্তিরও ভয় নেই?


মধুর ভাণ্ডারকর লিখেছেন, এই ঘটনায় বোবা হয়ে গিয়েছি... অপরাধীদের কঠোরতম শাস্তি চাই।


বিগ বস ১২-র প্রতিযোগী কর্ণজিৎ বোহরাও অপরাধীদের শাস্তি দাবি করেছেন।


ইশকবাজ ও দিব্য দৃষ্টি-র অভিনেত্রী মানসী শ্রীবাস্তব লিখেছেন, জ্যান্ত পুড়িয়ে মারল! কী লিখব বুঝতে পারছি না, সুবিচার হলেও তা তাঁকে যথাযথ বিচার দেবে না, তিনি মৃত, কোনও অপরাধ না করেই।


দেখুন কঙ্গনা রানাওয়াতের বোন রঙ্গোলি চান্ডেলের প্রতিক্রিয়া


একইভাবে দুঃখ, ক্রোধ প্রকাশ করেছেন দক্ষিণী ছবির তারকারা।






সাইবারাবাদ পুলিশ স্টেশন এই ঘটনায় ৪ জনকে আটক করেছে।