মেলবোর্ন: এই মুহূর্তে আন্তর্জাতিক ক্রিকেটে সেরা ফিল্ডার রবীন্দ্র জাডেজা। অকপট অস্ট্রেলিয়ার তারকা ব্যাটসম্যান স্টিভ স্মিথ। একইসঙ্গে তিনি জানান, তরুণ তুর্কিদের মধ্যে কেএল রাহুল নজর কেড়েছে।

সম্প্রতি, ভক্তদের পাঠানো প্রশ্নের উত্তর ইনস্টাগ্রামে দিয়েছেন স্মিথ। সেখানে তিনি জানান, ভারতের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ-ই হল তাঁর সবচেয়ে পছন্দের টুর্নামেন্ট।

ক্রিকেট মাঠে সর্বদা চনমনে থাকেন জাডেজা। ক্ষিপ্র ফিল্ডিংয়ের জন্য তিনি প্রাক্তন ক্রিকেটারদের প্রশংসা ও বর্তমানদের সম্মান আদায় করেছেন। স্মিথও সেই একই কথাই বললেন।

বর্তমান প্রজন্মের মধ্যে বিশ্বের সেরা ফিল্ডার কে ?-- এক ভক্তের প্রশ্নের উত্তরে স্মিথ বলেন, এই মুহূর্তে জাডেজা। কোন ভারতীয় ক্রিকেটারের পারফরম্যান্স সবচেয়ে নজরকাড়া-- প্রশ্নের উত্তরে অস্ট্রেলীয় ব্যাটসম্যান বলেন, কে এল রাহুল। ভীষণ ভাল ক্রিকেটার।

রাহুল ৩৬টি টেস্ট, ৩২টি একদিনের ম্যাচ ও ৪২টি আন্তর্জাতিক টি২০ খেলেছেন। স্মিথ জানান, সীমিত ওভারের ক্রিকেটে ভারতীয় দলে নিজের জায়গা পোক্ত করেছেন তিনি। ব্য়াটিং ছাড়াও, প্রয়োজন উইকেটের পিছনে কিপিং গ্লাভস নিয়ে ভূমিকা পালন করেন রাহুল।

মহেন্দ্র সিংহ ধোনির সম্পর্কে প্রশ্ন করা হলে, স্মিথ বলেন, প্রাক্তন ভারত অধিনায়ক হলেন একজন লেজেন্ড। মিস্টার কুল। অন্যদিকে, বর্তমান অধিনায়ক বিরাট কহলির ব্যাটিং ক্ষমতাকে অস্বাভাবিক বলে উল্লেখ করেন তিনি।

আবার, প্রাক্তন ভারতীয় তারকা ব্যাটসম্যান রাহুল দ্রাবিড় প্রসঙ্গে স্মিথ জানান, কী অসামান্য ভাল মানুষ এবং দুরন্ত ক্রিকেটার।

চলতি বছরের শেষদিকে, পূর্ণাঙ্গ অস্ট্রেলিয়া সফরে যাওয়ার কথা ভারতীয় দলের। সেই প্রসঙ্গে, স্মিথ জানান, তিনি ওই সফরের জন্য মুখিয়ে রয়েছেন। ৩১-বছর বয়সী বলেন, এটা দারুণ উপভোগ্য সিরিজ হতে চলেছে। আর অপেক্ষা করা যাচ্ছে না।