নয়াদিল্লি: এ বছরের মার্চে ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজের বিতর্কিত ঘটনা নিয়ে নিজের বইয়ে ভারতের অধিনায়ক বিরাট কোহলিকে আক্রমণ করলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভ স্মিথ। ‘দ্য জার্নি’-তে তিনি লিখেছেন, ডিআরএস বিতর্কে কোহলির দাবি ‘রাবিশ’। এই সিরিজ শেষ হওয়ার পরে ভারত অধিনায়কের ব্যবহার এখনও তাঁর কাছে রহস্য।


বেঙ্গালুরু টেস্টে ডিআরএস-এর আবেদন জানানোর আগে ড্রেসিংরুমের দিকে তাকিয়ে বিতর্কে জড়ান স্মিথ। তাঁর বিরুদ্ধে ড্রেসিংরুম থেকে সাহায্য নেওয়ার অভিযোগ ওঠে। এই ঘটনা নিয়ে স্মিথকে আক্রমণ করেন কোহলি। ধর্মশালা টেস্টের পর তিনি বলেন, অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের আর তিনি বন্ধু মনে করেন না। স্মিথ অবশ্য দাবি করেন, ডিআরএস-এর ঘটনার সময় তাঁর মাথা কাজ করছিল না।

বইয়ে এই ঘটনা সম্পর্কে স্মিথ লিখেছেন, ‘আমি অনেক পরে বুঝতে পারি, কোন ঘটনা নিয়ে আলোচনা চলছে। কোহলি ম্যাচের পর দাবি করে, ম্যাচ চলাকালীন দু’বার আমরা বাইরে থেকে সাহায্য নিয়েছিলাম। আমি যতদূর জানি, আমরা কোনওদিনই ড্রেসিংরুমের সাহায্য নিইনি। ও যদিও বলেছে, আগের ঘটনা আম্পায়ারদের গোচরে এনেছে, আমি নির্দিষ্টভাবে বলতে পারি, ম্যাচ রেফারি ক্রিস ব্রড বা আম্পায়াররা আমাদের বলেননি, কোনও নিয়ম লঙ্ঘন করেছি।’

কোহলি সম্পর্কে স্মিথ আরও বলেছেন, ‘আমার মতোই বিরাটও লড়াই ভালবাসে। আমার মনে হয়, ও নিজের মতো করে সিরিজের তাপমাত্রা বাড়িয়ে দেয়, যাতে নিজের সেরাটা বার করতে পারে। আমি জানি না ও কী বলতে চাইছিল। তবে আমরা দল হিসেবে কোনও সময়ই বাইরে থেকে বার্তা নেওয়ার কৌশল নিয়ে আলোচনা করিনি। এ বিষয়ে আইসিসি কিছু বলেনি। বিরাট কোনওদিনই বিস্তারিতভাবে বলেনি, ও কোন ঘটনা সম্পর্কে কথা বলছিল। আইপিএল-এর সময় আমাদের যেটুকু কথা হয়েছিল, তাতে ওর ব্যবহার বন্ধুত্বপূর্ণই ছিল। আমার মনে হয়েছিল, ওর যে খারাপ লাগা ছিল, সেটা উধাও হয়ে গিয়েছিল। ওর ব্যবহার আমার কাছে এখনও রহস্য।’