মেলবোর্ন: অবশেষে শাপমোচন ঘটছে স্টিভ স্মিথ ও ডেভিড ওয়ার্নারের। বল বিকৃতি কাণ্ডে নির্বাসিত দুই তারকার শাস্তির মেয়াদ শেষ হচ্ছে আজই। ফলে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে আরক কোনও বাধা নেই দুজনের সামনে।
স্মিথ এবং ওয়ার্নারের জাতীয় দলে প্রত্যাবর্তনের পদ্ধতিও শুরু হয়ে যাচ্ছে বলেই অস্ট্রেলীয় ক্রিকেট বোর্ড সূত্রে খবর। চলতি মাসেই দুবাইয়ে অস্ট্রেলিয়ার ওয়ান ডে দলের ক্রিকেটারদের সঙ্গে দেখা করবেন দুজনে। এক বছরের নির্বাসন কাটিয়ে স্মিথ ও ওয়ার্নার ফিরলে তাতে দলের ভারসাম্যে বা অভ্যন্তরীণ পরিবেশে কোনও প্রভাব পড়বে না বলেই জানিয়েছেন অস্ট্রেলীয় ক্রিকেট বোর্ডের চিফ এগজিকিউটিভ অফিসার কেভিন রবার্টস। বোর্ড যে শাস্তিপ্রাপ্ত ক্রিকেটারদের পাশেই রয়েছে, সেই বার্তাও দিয়েছেন রবার্টস। "ডেভ (ওয়ার্নার), স্টিভ, ক্যামেরন (ব্যানক্রফ্ট) এবং সমস্ত সাপোর্ট স্টাফদের এক সুতোয় গেঁথে ফেলাটাই এখন আমাদের প্রধান লক্ষ্য। সংহতি নষ্ট করা নয়, বরং তা গড়ে তোলাই আমাদের লক্ষ্য," বলেছেন রবার্টস।
তবে স্মিথ-ওয়ার্নারের অন্তর্ভুক্তিতে দলে কোনও অস্বস্তি তৈরি হলেও যে তাঁরা চিন্তিত নন, সেই ইঙ্গিতও দিয়েছেন রবার্টস। বলেছেন, "সহকর্মীদের যে সবসময় ভাল বন্ধু হতে হবে তার কোনও মানে নেই। যে কোনও কাজের ক্ষেত্রেই সেটা প্রযোজ্য। শুধু পারস্পরিক শ্রদ্ধা অটুট থাকতে হবে।"
আসন্ন বিশ্বকাপে স্মিথ-ওয়ার্নারের প্রত্যাবর্তন অস্ট্রেলিয়াকে খেতাবের অন্যতম দাবিদার করে তুলবে, বলাই বাহুল্য।
নির্বাসনমুক্ত হচ্ছেন স্মিথ-ওয়ার্নার, অস্ট্রেলীয় ক্রিকেট বোর্ডের প্রধান বলছেন, যথেষ্ট শাস্তি হয়েছে
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
29 Mar 2019 03:42 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -