মেলবোর্ন: বল বিকৃতি কেলেঙ্কারির জেরে অস্ট্রেলিয়া ক্রিকেট দলের অধিনায়ক পদ খোয়াতে হয়েছে। নির্বাসিত হয়েছেন এক বছর। বর্তমান ক্রিকেটের অন্যতম সেরা ব্যাটসম্যান স্টিভ স্মিথ এখন কলঙ্কের আধাঁরে। এরইমধ্যে ক্রিকেটে প্রত্যাবর্তন ঘটতে চলেছে তাঁর। আগামী ২৮ জুন কানাডায় শুরু হচ্ছে প্রথম গ্লোবাল টি ২০ টুর্নামেন্ট। এই টুর্নামেন্টে অন্যতম মার্কি খেলোয়াড় হিসেবে স্টিভ স্মিথ ক্রিকেটে ফিরছেন।
ছয় দলীয় এই টুর্নামেন্টে ক্রিস গেইল, আন্দ্রে রাসেল এবং শাহিদ আফ্রিদির মতো আন্তর্জাতিক ক্রিকেটারদের সঙ্গে খেলতে দেখা যাবে স্টিভ স্মিথকে।
উল্লেখ্য, বল বিকৃতি কেলেঙ্কারিতে তাঁকে এক বছরের নির্বাসনের সাজা দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। তবে অস্ট্রেলিয়ার বাইরে ঘরোয়া ক্রিকেটে খেলতে কোনও বাধা নেই।
কানাডার টি ২০ লিগে স্মিথের পাশাপাশি মার্কি খেলোয়াড় হিসেবে থাকছেন ডোয়েন ব্র্যাভো, লাসিথ মালিঙ্গা, ক্রিস লিন, ডারেন সামি, ডেভিড মিলার ও সুনীল নারাইন।