অভাবনীয় ক্যাচ ধরে সবাইকে হতবাক করে দিলেন স্টিভ স্মিথ
Web Desk, ABP Ananda | 20 Jul 2016 09:49 AM (IST)
কলম্বো: শ্রীলঙ্কা সফরে প্রস্তুতি ম্যাচে অভাবনীয় ক্যাচ ধরে বিপক্ষ তো বটেই, এমনকী নিজের দলের ক্রিকেটারদেরও হতবাক করে দিলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভ স্মিথ। টেস্ট সিরিজ শুরু হওয়ার আগে শ্রীলঙ্কা বোর্ড একাদশের বিরুদ্ধে তিন দিনের প্রস্তুতি ম্যাচ খেলছে অস্ট্রেলিয়া। সেই ম্যাচের প্রথম দিনে এই ক্যাচ ধরেছেন স্মিথ। বাঁ হাতি স্পিনার স্টিভ ও’কিফির বলে সুইপ করতে যান শ্রীলঙ্কার আসেলা গুণরত্নে। বলটি ব্যাটের কানায় লেগে উঁচু হয়ে উইকেটকিপারের পিছন দিকে চলে যায়। প্রথম স্লিপে দাঁড়িয়ে থাকা স্মিথ আগেই অনুমান করে লেগ স্লিপের দিকে সরে গিয়েছিলেন। ফলে তিনি সহজেই ক্যাচ ধরে নেন। উইকেটকিপার পিটার নেভিল প্রথমে বুঝতেই পারেননি স্মিথ এই ক্যাচ ধরে নিয়েছেন। ব্যাটসম্যানের ক্রিজ ছাড়া এবং বোলারকে উল্লসিত হয়ে ছুটে আসতে দেখে নেভিল বুঝতে পারেন, তাঁর অধিনায়ক ক্যাচ নিয়েছেন। এরপর সবাই স্মিথকে অভিনন্দন জানান। দেখুন সেই ভিডিও। সৌজন্যে ক্রিকেট অস্ট্রেলিয়া/ফেসবুক