মুম্বই: ভাই হর্ষ গোয়েঙ্কার মতো সরাসরি না হলেও, ঘুরিয়ে প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনিকে খাটো করলেন রাইজিং পুণে সুপারজায়ান্টের অধিনায়ক সঞ্জীব গোয়েঙ্কা। তিনি ধোনির তুলনায় সুপারজায়ান্টের অধিনায়ক স্টিভ স্মিথকে এগিয়ে রাখছেন। গোয়েঙ্কার দাবি, স্মিথের ক্রিকেট-মস্তিষ্ক ধোনির চেয়ে বেশি ক্ষুরধার। সেই কারণেই গতবারের আইপিএল-এ সাত নম্বরে শেষ করা সুপারজায়ান্ট এবার ফাইনালে পৌঁছে গিয়েছে।
গতবারের হতাশাজনক ফলের পর এবারের আইপিএল শুরু হওয়ার আগে ধোনিকে অধিনায়কের পদ থেকে সরিয়ে দেন গোয়েঙ্কা। তাঁর এই সিদ্ধান্তের সমালোচনা করেন অনেকেই। এরপর হর্ষ প্রকাশ্যে ধোনির সমালোচনা করায় বিতর্ক তুঙ্গে ওঠে। কিন্তু সুপারজায়ান্ট ফাইনালে ওঠায় ধোনির বদলে স্মিথকে অধিনায়ক করার সিদ্ধান্ত ঠিক ছিল বলেই দাবি করছেন গোয়েঙ্কা।
ধোনি ও স্মিথের তুলনা করতে গিয়ে সুপারজায়ান্টের কর্ণধার বলেছেন, ‘আমি যাদের সঙ্গে কথা বলেছি, তাদের মধ্যে অন্যতম সেরা মস্তিষ্ক এমএস-এর। ও বিশ্বের সেরা উইকেটকিপার। ধোনির চেয়ে একজনেরই মস্তিষ্ক বেশি ক্ষুরধার। সেটা হল স্মিথের। আমি স্মিথকে বলেছিলাম, খেতাব জিততে হবে। ও বলেছিল, প্লে-অফে যেতে হলে আট-নটা ম্যাচ জিততে হবে। ও, ইমরান তাহির আর বেন স্টোকস সাতটা ম্যাচ জিতিয়ে দেবে। স্মিথ যেভাবে বিপক্ষের ব্যাটসম্যানদের আউট করার পরিকল্পনা করেছে, চাপের মুখে উপযুক্ত পরিকল্পনা করেছে, দৃঢ়তার পরিচয় দিয়েছে, সেটা বিশ্বাস করা কঠিন। ওর হার না মানসিকতা গোটা দলকে উজ্জীবিত করেছে। সবাই এক হয়ে খেলেছে।’
গোয়েঙ্কার মতে, গতবারের তুলনায় এবার তাঁদের দলে অনেক বেশি ম্যাচ উইনার আছেন। এমন ব্যাটসমম্যানের সংখ্যা বেশি যাঁরা ২০ বলের বদলে ৫-৬ বল খেলেই সেট হয়ে যান। রাহুল ত্রিপাঠি, ওয়াশিংটন সুন্দর, জয়দেব উনাদকাটের মতো তরুণদেরও প্রশংসা করেছেন গোয়েঙ্কা। তাঁর মতে, রাহুল ও সুন্দর ভারতীয় ক্রিকেটে গুরুত্বপূর্ণ খেলোয়াড় হয়ে উঠবেন।
Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
স্মিথের ক্রিকেট-মস্তিষ্ক ধোনির থেকে বেশি ক্ষুরধার, দাবি সঞ্জীব গোয়েঙ্কার
Web Desk, ABP Ananda
Updated at:
20 May 2017 04:14 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -