নিউ ইয়র্ক: এক সপ্তাহ নিখোঁজ থাকার পর ইথাকা ফলসের কাছে ফল ক্রিক এলাকা থেকে কুড়ি বছর বয়সি এক ভারতীয় পড়ুয়ার দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। ভারতীয় ওই পড়ুয়া কর্নেল বিশ্ববিদ্যালয়ে সিনিয়র ইলেক্ট্রিকাল ইঞ্জিনিয়ারিং-এর ছাত্র ছিলেন।
গত বুধবার থেকে নিখোঁজ ছিলেন আলাপ নারাসিপুরা নামের ওই ছাত্র। থানায় নিখোঁজ ডায়েরি দায়ের হওয়ার পর যৌথ তদন্তে নেমে কর্নেল ইউনিভার্সিটি পুলিশ এবং নিউইয়র্ক স্টেট পুলিশ দেহটি উদ্ধার করে। পরে কর্নেল পুলিশের একটি দল নারাসিপুরার দেহটি সনাক্ত করে। এখনও পর্যন্ত এই মৃত্যুর নেপথ্যে আসল কারণ কী, সেবিষয়ে পুলিশের কাছে কোনও তথ্য নেই।
১৭ মে সকালে তাঁকে শেষবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দেখতে পাওয়া গিয়েছিল। এই বছর ডিসেম্বরেই তাঁর বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েট হওয়ার কথা ছিল। বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের কথায় মৃত পড়ুয়া পড়াশোনায় যথেষ্ট ভাল ছিলেন এবং উচ্চাকাঙ্খীও ছিলেন।
Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
ফের ভারতীয় পড়ুয়ার মৃত্যু মার্কিন মুলুকে, দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
20 May 2017 01:48 PM (IST)
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -