পুনের অধিনায়ক হিসেবে স্মিথের সাফল্যের পিছনে ধোনি: বেন স্টোকস
ABP Ananda, web desk | 15 May 2017 06:25 PM (IST)
পুনে: ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক তথা রাইজিং পুনে সুপারজায়েন্টসের সহ খেলোয়াড় মহেন্দ্র সিংহ ধোনির প্রশংসায় পঞ্চমুখ বেন স্টোকস। আইপিএলের সবচেয়ে দামী ক্রিকেটার স্টোকস বলেছেন, ধোনির দরজা সর্বদাই খোলা থাকে। যে কেউ চাইলেই তাঁর সঙ্গে কথা বলতে পারেন। কিংস ইলেভেন পঞ্জাবকে হারিয়ে আইপিএলের নকআউটে উঠেছে পুনে। ম্যাচের পর স্টোকস বলেছেন, আইপিএল থেকে তিনি অনেক কিছুই শিখেছেন। এই ইংরেজ অলরাউন্ডার বলেছেন, আইপিএলে বিশ্বের সেরা কয়েকজন ক্রিকেটারের সঙ্গে ড্রেসিংরুমে থাকার সুযোগ পেয়ে তিনি আপ্লুত। স্টোকস বলেছেন, আন্তর্জাতিক ক্রিকেটে যাঁদের বিরুদ্ধে খেলতে হয়, তাঁদের ব্যক্তিগতভাবে জানার সুযোগ খুব একটা থাকে না। কিন্তু আইপিএলে সেই সুযোগ পাওয়া গিয়েছে। এমএস, স্টিভ স্মিথ এবং ফাফ ডুপ্লেসির মতো ক্রিকেটারদের সঙ্গে ড্রেসিংরুমে থাকার সুযোগ পেয়ে নিজেকে ভাগ্যবান মনে করছেন স্টোকস। পুনেতে সহ খেলোয়াড় তথা আইকনিক উইকেটরক্ষক ব্যাটসম্যান ধোনি সম্পর্কে বেশ কিছু কথা জানিয়েছেন স্টোকস। তিনি বলেছেন, হোটেল ধোনির দরজা সব সময়ই খোলা থাকে। যে কেউ ওঁর রুমে যেতে পারে। তিনি খুবই অমায়িক। মাঠে তাঁর মাথা ঠাণ্ডা রাখার অসাধারণ ক্ষমতা রয়েছে মাহির। ফিল্ড প্লেসমেন্টের একটা স্বাভাবিক দক্ষতা রয়েছে তাঁর। উল্লেখ্য, এবার ধোনিকে সরিয়ে স্মিথকে পুনের অধিনায়ক করা হয়েছে। স্টোকস বলেছেন, স্মিথের নেতৃত্বে পুনের সাফল্যের মূল হোতাই এমএস-ই। স্টোকসের কথায়, এটা ঠিক যে স্মিথ অধিনায়ক। কিন্তু তিনি জানেন যে, এমএস সেরা দৃষ্টিকোণ রয়েছে। তাই ধোনির সঙ্গে পরামর্শ করেই ফিল্ডিং সাজান স্মিথ। আসলে, ধোনি ও এমএস একসঙ্গে দারুন কাজটা করছেন।