নয়াদিল্লি: দেশের দুঃস্থ ও বিপন্ন মায়েদের সাহায্য করার জন্য একটি ফাউন্ডেশন গড়লেন সুরেশ রায়না। মেয়ে গ্রেসিয়ার জন্মদিনে এই ঘোষণা করেছেন গুজরাত লায়ন্সের অধিনায়ক ও তাঁর স্ত্রী প্রিয়ঙ্কা।

রায়না বলেছেন, ‘মেয়ের জন্মদিন আমার ও আমার স্ত্রীর কাছে খুব স্পেশাল। সেই দিনে এই ফাউন্ডেশনের কথা ঘোষণা করতে খুব ভাল লাগছে। আমার স্ত্রী এই ফাউন্ডেশনের জন্য প্রচুর পরিশ্রম করছে। আমি ওকে পূর্ণ সমর্থন করছি।’ এই ফাউন্ডেশনের মাধ্যমে শুধু দুঃস্থ মায়েদেরই নয়, তাঁদের সন্তানদেরও পাশে থাকতে চাইছেন রায়না।