গরিব উন্নয়নে অর্থ ঢালতে হবে, সেজন্যই সন্ত্রাস দমন জরুরি, মত মোদির
Web Desk, ABP Ananda | 25 Apr 2019 03:25 PM (IST)
‘যে মহাভেজাল জোট বালাকোটে এয়ারস্ট্রাইকের প্রমাণ চাইছিল, তারা এখন হাল ছেড়ে দিয়ে ইভিএম-এর গলদ খুঁজছে।’
দ্বারভাঙা: বিরোধী দলগুলি বিজেপি-র বিরুদ্ধে ভোটের জন্য জাতীয় নিরাপত্তার বিষয়টিকে ব্যবহারের অভিযোগে সরব হলেও, তা মানতে নারাজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ বিহারের দ্বারভাঙায় এক জনসভায় তিনি বলেছেন, ‘গরিবদের জীবনযাত্রার উন্নয়নে যাতে অর্থ খরচ করা যায়, সেজন্য সন্ত্রাস দমন করা জরুরি।’ বিরোধীদের আক্রমণ করে মোদি আরও বলেছেন, ‘যে মহাভেজাল জোট বালাকোটে এয়ারস্ট্রাইকের প্রমাণ চাইছিল, তারা এখন হাল ছেড়ে দিয়ে ইভিএম-এর গলদ খুঁজছে। প্রথম তিন দফার ভোটের পর এনডিএ-র পক্ষে হাওয়া দেখে কংগ্রেস নেতৃত্বাধীন বিরোধীরা স্নায়ুর চাপে ভুগছে। যে দলগুলি ৪০, ২০টি আসনে লড়াই করছে, তাদের নেতা-নেত্রীও প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে আছেন। সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে এঁদের কি ভরসা করা যায়? আপনাদের চৌকিদার সবসময় সতর্ক আছে, কিন্তু তার একার পক্ষে এই লড়াইয়ে জেতা সম্ভব নয়। আপনাদের ভোট তার দরকার।’ নাম না করে লালুপ্রসাদ যাদব ও আরজেডি-কে আক্রমণ করে মোদি বলেছেন, ‘বিহারের প্রত্যন্ত অঞ্চলের গ্রামগুলিতে বিদ্যুৎ সংযোগ পৌঁছে দিয়ে বিরোধী দলের প্রতীক লন্ঠনকে অপ্রয়োজনীয় করে দেওয়ার জন্য মুখ্যমন্ত্রী নীতীশ কুমার ও উপমুখ্যমন্ত্রী সুশীলকুমার মোদিকে ধন্যবাদ।’